Home> রাজ্য
Advertisement

বন বাঁচাতে মহিলা রক্ষীতে আস্থা রাখছে বন দফতর

কাঠ মাফিয়ারা এবার কাজে লাগাচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামের মহিলাদের। মাফিয়াদের এই কারসাজি রুখতে এবার মহিলা বনরক্ষী দিয়ে চুরি আটকাচ্ছে বনদফতর। ফলও মিলেছে হাতেনাতে। মালবাজারে বৈকুন্ঠপুর জঙ্গলে ধরা পড়েছে বেশ কয়েকজন কাঠচোর।

বন বাঁচাতে মহিলা রক্ষীতে আস্থা রাখছে বন দফতর

ওয়েব ডেস্ক: কাঠ মাফিয়ারা এবার কাজে লাগাচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামের মহিলাদের। মাফিয়াদের এই কারসাজি রুখতে এবার মহিলা বনরক্ষী দিয়ে চুরি আটকাচ্ছে বনদফতর। ফলও মিলেছে হাতেনাতে। মালবাজারে বৈকুন্ঠপুর জঙ্গলে ধরা পড়েছে বেশ কয়েকজন কাঠচোর।

মহিলাদের কাজে লাগিয়ে জঙ্গলের কাঠচুরির ছক কষেছিল কাঠ মাফিয়ারা। মহিলারা গাছ কাটলে চুরি বলে সন্দেহ হবে না, বোধহয় এমনটাই ভাবনা ছিল তাদের। মাফিয়াদের এই কারসাজি বুঝতে পেরে মহিলাদের দিয়েই বন পাহারার নতুন ব্যবস্থা শুরু করেছে বন দফতর। সুফলও মিলল। মালবাজারের তারঘেরার বৈকুন্ঠপুর জঙ্গলে অনুমতি ছাড়াই জঙ্গলের কাঠ কাটছিল পনেরো কুড়িজন মহিলাদের একটি দল। মহিলা বনকর্মীরা তাদের তাড়া করলে তিনজন ধরা পড়ে যায়।

আরও পড়ুন- দিঘার ঝাউবনে তরুণীর রক্তাক্ত দেহ!

পুরুষ রক্ষীদের পক্ষে মহিলাদের আটক করার ক্ষেত্রে  নানা অসুবিধা রয়েছে। মহিল বনরক্ষী বাহিনীতে সেই অসুবিধা নেই। বনদফতরের আশা মহিলা বনরক্ষী নিয়োগের ফলে কাঠ চুরিতে আটকাতে অনেকটাই সাফল্য পাওয়া যাবে।

আরও পড়ুন- অভিভাবকদের বিক্ষোভে উত্তাল বালি শিশু বঙ্গ বালিকা বিদ্যালয়

Read More