Home> রাজ্য
Advertisement

আজ মুর্শিদাবাদে আস্থা ভোট, ম্যাজিক ফিগার ইতিমধ্যে তৃণমূলের হাতে

আজ আস্থাভোট। কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পরিষদ এখন বেহাত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। ম্যাজিক ফিগার ইতিমধ্যে তৃণমূলের হাতে। বিরোধীরা সংখ্যালঘু। জেলা পরিষদে ব্যাটন বদলের আনুষ্ঠানিকতাই যা বাকি। তার আগে আজ সকালে জেলা পরিষদের মূল গেটের সামনে সভা করবেন, শুভেন্দু অধিকারী।

আজ মুর্শিদাবাদে আস্থা ভোট, ম্যাজিক ফিগার ইতিমধ্যে তৃণমূলের হাতে

ওয়েব ডেস্ক: আজ আস্থাভোট। কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পরিষদ এখন বেহাত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। ম্যাজিক ফিগার ইতিমধ্যে তৃণমূলের হাতে। বিরোধীরা সংখ্যালঘু। জেলা পরিষদে ব্যাটন বদলের আনুষ্ঠানিকতাই যা বাকি। তার আগে আজ সকালে জেলা পরিষদের মূল গেটের সামনে সভা করবেন, শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- পুজোয় মেট্রোয় বিশেষ নিরাপত্তা

মুর্শিদাবাদ জেলা পরিষদের দশ সদস্য ঘাসফুলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। সাত জন দল ছাড়ায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে ১৪। তিন জন দল ছাড়ায় বামেদের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে সতেরোয়।  জেলা পরিষদ সদস্য কমলেশ চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে ভরতপুর থেকে জয়ী হওয়ায় এখন মুর্শিদাবাদ জেলা পরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা ৬৯। ফলে, ম্যাজিক ফিগার ৩৫ পেরিয়ে আরও চারটে আসন বেশি রয়েছে তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন- এবার কী নতুন উদ্যোগ নিচ্ছে 'সবচেয়ে বড় দূর্গার' দেশপ্রিয় পার্ক

Read More