Home> রাজ্য
Advertisement

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল ইলামবাজার

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তাল হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ-পাল্টা অভিযোগে রাতভর উত্তপ্ত থাকল ইলামবাজার। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধেয় তাদের পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল। তাদের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের সমর্থকরা কালো কাপড়ে মুখ ঢেকে  তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, গভীর রাতে বিজেপি কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল ইলামবাজার

ইলামবামজার: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তাল হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ-পাল্টা অভিযোগে রাতভর উত্তপ্ত থাকল ইলামবাজার। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধেয় তাদের পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল। তাদের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের সমর্থকরা কালো কাপড়ে মুখ ঢেকে  তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, গভীর রাতে বিজেপি কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

ঘটনায় চারজন বিজেপি সমর্থক এবং দুজন তৃণমূল সমর্থক গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। রাতেই ইলামবাজার থানায় দুপক্ষের তরফে অভিযোগ জানানো হয়। ভোরে বিরাট পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, কয়েকমাস আগেই তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেন। আর তার জেরেই তৃণমূল এদিন হামলা চালায় বলে অভিযোগ। তবে তৃণমূলের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

 

Read More