Home> রাজ্য
Advertisement

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের ঠাকুরচক গ্রাম

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের ঠাকুরচক গ্রাম। দু-পক্ষের তিন মহিলা সহ আহত পাঁচ। এক মহিলা-সহ তিনজনকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি, জয়নগরে শাসকদলের নেতা গৌর সরকারের মাধ্যমে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন আবুল হোসেন লস্কর।  তাতে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখের আপত্তি ছিল বলে খবর।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের ঠাকুরচক গ্রাম

ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের ঠাকুরচক গ্রাম। দু-পক্ষের তিন মহিলা সহ আহত পাঁচ। এক মহিলা-সহ তিনজনকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি, জয়নগরে শাসকদলের নেতা গৌর সরকারের মাধ্যমে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন আবুল হোসেন লস্কর।  তাতে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখের আপত্তি ছিল বলে খবর।

আরও পড়ুন যে ১০টা ছবি দেখলে মাথা ঘুরে যাবে ভাবতে

কাল জয়নগরের দক্ষিণ বারাসতে রক্তদান শিবির আয়োজন করেন গৌর সরকার। সে খানে আবুল হোসেন লস্করের লোকেরা গেলেও যাননি সাহাবুদ্দিনের অনুগামীরা। অভিযোগ, রক্তদান শিবিরে যাওয়া নিয়ে প্রথমে বচসা, পরে সোমবার রাতে মারামারিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। দু-পক্ষই একে অন্যের বিরুদ্ধে লাঠি, রড দিয়ে মারধরের অভিযোগ করেছে।  

আরও পড়ুন  বিসিসিআইয়ের সর্বকালের স্বপ্নের একাদশে সৌরভের সঙ্গে এ কেমন আচরণ!

Read More