Home> রাজ্য
Advertisement

পূর্ব মেদিনীপুর সিপিআইএমে বড় ভাঙন, তমালিকা পণ্ডা শেঠের নেতৃত্ব দল ছাড়লেন ৩ হাজার কর্মী

পূর্ব মেদিনীপুর সিপিআইএমে বড়সড় ভাঙন।  সিপিআইএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন তমালিকা পণ্ডা শেঠের নেতৃত্বে জেলা সিপিআইএমের প্রায় তিন হাজার নেতা-কর্মী। জেলা সম্পাদকমণ্ডলীর মোট ১৪ জন সদস্যের মধ্যে সাতজনই পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন অমিয় সাহু, অশোক গুড়িয়া, হৃষিকেশ মাজি, প্রণব দাস, বিজন মিত্র, অশোক বেরা, তপন ব্যানার্জি সহ একাধিক নেতা।

পূর্ব মেদিনীপুর সিপিআইএমে বড় ভাঙন, তমালিকা পণ্ডা শেঠের নেতৃত্ব দল ছাড়লেন ৩ হাজার কর্মী

হলদিয়া: পূর্ব মেদিনীপুর সিপিআইএমে বড়সড় ভাঙন।  সিপিআইএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন তমালিকা পণ্ডা শেঠের নেতৃত্বে জেলা সিপিআইএমের প্রায় তিন হাজার নেতা-কর্মী। জেলা সম্পাদকমণ্ডলীর মোট ১৪ জন সদস্যের মধ্যে সাতজনই পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন অমিয় সাহু, অশোক গুড়িয়া, হৃষিকেশ মাজি, প্রণব দাস, বিজন মিত্র, অশোক বেরা, তপন ব্যানার্জি সহ একাধিক নেতা।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে হলদিয়া পুরসভার বর্তমান চেয়ারপার্সেন তমালিকা পণ্ডা শেঠের মন্তব্য,কোনও গণতন্ত্রই নেই সিপিআইএমে। তাঁবেদারি না করতে পারলে  সিপিআইএমের অন্দরে জায়গা নেই। সিপিআইএমে আক্রান্তদের পাশে দাঁড়াতে ব্যর্থ দলীয় নেতৃত্ব।

বিমান বসু সহ একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ বহিষ্কৃত সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের।  আজই তমলুকে সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানে থাকবেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব। এরই মধ্যে বহিষ্কৃত সিপিআইএম নেতা, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের নেতৃত্বে নয়া দল গড়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, ভারত নির্মাণ মঞ্চ নামে দল গড়ে ফের জেলার রাজনীতিতে ফিরতে চলেছেন লক্ষ্মণ শেঠ।

Read More