Home> রাজ্য
Advertisement

মহাসমারোহে পালিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২তম জন্মতিথি

সমারোহে পালিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২তম জন্মতিথি। বেলুড়মঠে সকাল থেকেই ভিড় জমান অসংখ্য মানুষ। নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় হুগলির কামারপুকুরেও।

মহাসমারোহে পালিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২তম জন্মতিথি

ওয়েব ডেস্ক: সমারোহে পালিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২তম জন্মতিথি। বেলুড়মঠে সকাল থেকেই ভিড় জমান অসংখ্য মানুষ। নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় হুগলির কামারপুকুরেও।

প্রতিবারের মতো এবারও মহাসমারোহে পালিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশ বিরাশিতম জন্ম তিথি। পূজাপাঠ, আরতি, সঙ্গে অন্ন ভোগ। বেলুড়মঠে প্রথা মেনে উত্সব হল মঙ্গলবার। আয়োজন করা হয়েছে মেলার। রবিবার মূল উত্সব।

হুগলির কামারপুকুরে সকাল থেকেই ব্যস্ততা। রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। সামিল হন কয়েক হাজার মানুষ। দুপুরে অন্নভোগ নেন বহু মানুষ। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশ বিরাশিতম জন্ম তিথি  উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  তিনদিন ধরে চলবে মেলা। 

আরও পড়ুন

বাঘের সঙ্গে লড়ে সঙ্গীকে ফিরিয়ে আনলেন বাকি দু'জন

Read More