Home> রাজ্য
Advertisement

এক সময় যাঁরা সিঙ্গুরে আন্দোলন গড়ে তুলেছিলেন, অনেকেই রাজনীতি থেকে অনেক দূরে

স্বপ্নভঙ্গের আরেক নাম হয়ত সিঙ্গুর। কারখানা হয়নি, উন্নয়ন নেই, গ্রামের কয়েক হাজার ছেলে মেয়ে বেকার। ঠিক যেন বছর দশেক আগেই থমকে আছে সিঙ্গুর। ফের ভোট এসেছে। ভোট উত্সবে মেতেছে খাসেরবেড়ি, বেড়াবেড়ি। কিন্তু আদৌ কি পরিবর্তন আসবে? একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিঙ্গুর জুড়ে। সিঙ্গুরের গাড়ি কারখানাকে সামনে রেখেই পরিবর্তনের ঝড় উঠেছিল বাংলায়। ক্ষমতার বদল হয়েছে। কিন্তু কারখানা অনিশ্চিত। আইনি জটে আটকে জমি। কারখানার মুখ ঢেকেছে আগাছার জঙ্গলে। তবু শাসক বা বিরোধী, এবারের ভোটেও সকলেরই অস্ত্র টাটা কারখানা।

এক সময় যাঁরা সিঙ্গুরে আন্দোলন গড়ে তুলেছিলেন, অনেকেই রাজনীতি থেকে অনেক দূরে

ওয়েব ডেস্ক: স্বপ্নভঙ্গের আরেক নাম হয়ত সিঙ্গুর। কারখানা হয়নি, উন্নয়ন নেই, গ্রামের কয়েক হাজার ছেলে মেয়ে বেকার। ঠিক যেন বছর দশেক আগেই থমকে আছে সিঙ্গুর। ফের ভোট এসেছে। ভোট উত্সবে মেতেছে খাসেরবেড়ি, বেড়াবেড়ি। কিন্তু আদৌ কি পরিবর্তন আসবে? একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিঙ্গুর জুড়ে। সিঙ্গুরের গাড়ি কারখানাকে সামনে রেখেই পরিবর্তনের ঝড় উঠেছিল বাংলায়। ক্ষমতার বদল হয়েছে। কিন্তু কারখানা অনিশ্চিত। আইনি জটে আটকে জমি। কারখানার মুখ ঢেকেছে আগাছার জঙ্গলে। তবু শাসক বা বিরোধী, এবারের ভোটেও সকলেরই অস্ত্র টাটা কারখানা।

সিঙ্গুরের মানুষ অবশ্য স্বপ্ন দেখা ছেড়েছেন। তাঁদের একটাই বক্তব্য, ভোট চাইতে সবাই আসে। ভোটের পর সব হাওয়া। কারখানা হয়নি। উন্নয়ন নেই। বেকারত্বও কুড়ে কুড়ে খাচ্ছে সিঙ্গুরকে।  
এক সময় যাঁরা সিঙ্গুরে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাঁদের অনেকেই এখন রাজনীতি থেকে অনেক অনেক দূরে। উত্‍সাহ নেই, আশা নেই। আছে আফশোস। আছে যন্ত্রণা। কারণ, সিঙ্গুরের ভবিষ্যত্ যে অনিশ্চয়তায় ঢাকা।

Read More