Home> রাজ্য
Advertisement

ফের বিতর্কে মাতৃভূমি, পুরুষযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা অশোকনগর স্টেশনে

ফের বিতর্কে মাতৃভূমি লোকাল। এক পুরুষযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল অশোকনগর স্টেশনে। এবার কাঠগড়ায় জিআরপি।  অভিযোগ ভেন্ডার কামরায় ওঠার আগেই ধাক্কা সুদর্শন সাহা নামে ওই যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। অন্যদিকে, মাতৃভূমি লোকাল নিয়ে হাবড়ায় সংঘর্ষের ঘটনায় আজ আরও তিনজনকে গ্রেফতার করল পুলিস।

ফের বিতর্কে মাতৃভূমি, পুরুষযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা অশোকনগর স্টেশনে

ওয়েব ডেস্ক: ফের বিতর্কে মাতৃভূমি লোকাল। এক পুরুষযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল অশোকনগর স্টেশনে। এবার কাঠগড়ায় জিআরপি।  অভিযোগ ভেন্ডার কামরায় ওঠার আগেই ধাক্কা সুদর্শন সাহা নামে ওই যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। অন্যদিকে, মাতৃভূমি লোকাল নিয়ে হাবড়ায় সংঘর্ষের ঘটনায় আজ আরও তিনজনকে গ্রেফতার করল পুলিস।

মাতৃভূমি লোকাল নিয়ে অশান্তি মোকাবিলায় গতকাল বিভিন্ন স্টেশনে টহল দেয় পুলিসবাহিনী। সোমবার বনগাঁ স্টেশনে তাণ্ডব চালানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতারও করেছে পুলিস। মাতৃভূমি-পিতৃভূমির দ্বন্দ্বে কয়েক দিন জেরবার হওয়ার পর, এবার নিত্যযাত্রীদের দাবি একটাই। সব ট্রেন অন্তত এবার নির্বিঘ্নে চলুক ।   

এ নিরাপত্তা কোনও ভিভিআইপির জন্য নয়। নিদেনপক্ষে কোনও ভিআইপিও আসছেন না। সাধারণ নিত্যযাত্রী, মাতৃভূমির যাত্রীদের জন্য মঙ্গলবার ছিল এই ব্যবস্থা। 

Read More