Home> রাজ্য
Advertisement

গ্রীষ্মেই রাজ্যে 'সবুজ বসন্ত', তৃণমূলের জয়ের পরেই রাজ্যে 'চড়াম চড়াম' ঢাকের বাদ্যি

ভোটের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে। সন্ধের পরেও তা অব্যাহত ছিল। 

গ্রীষ্মেই রাজ্যে 'সবুজ বসন্ত', তৃণমূলের জয়ের পরেই রাজ্যে 'চড়াম চড়াম' ঢাকের বাদ্যি

ওয়েব ডেস্ক:ভোটের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে। সন্ধের পরেও তা অব্যাহত ছিল। 

দত্তপুকুরের পূর্বাচলে আক্রান্ত সিপিএম কর্মী গৌতম দাস। বিজয়োত্‍সবের সময় তৃণমূল কর্মীরা তাঁকে সবুজ আবির মাখানোর চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দেওয়ায় তাঁকে করা হয়। আহত গৌতম দাস হাসপাতালে।

হলদিয়ার সুতাহাটায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মোজাম্মেল হককে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার সিপিএমের।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। তেইশ নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে তৃণমূল কর্মীদের ওপর হামলা। অভিযোগের তির স্থানীয় কাউন্সিলর পিন্টু হালদারের অনুগামীদের বিরুদ্ধে। 

দক্ষিণ দিনাজপুরের তপনের মনহলি গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। জখম চারজন। গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি। একজনের অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর।

মহেশতলার আকড়ায় কুড়ি নম্বর ওয়ার্ডে কংগ্রেস কার্যালয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুরের পাশাপাশি কংগ্রেসের পতাকা ছিঁড়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার শাসকদলের।

ক্যানিংয়েও কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব।দলীয় কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর। দুই স্থানীয় তৃণমূল কর্মীর নেতৃত্বে হামলা বলে থানায় অভিযোগ ক্যানিং পশ্চিম কেন্দ্রের জোট প্রার্থী অর্ণব রায়ের। যাবতীয় অভিযোগ অস্বীকার তৃণমূলের।

Read More