Home> রাজ্য
Advertisement

সবজি বেচে, সেলাইয়ের রুজি দিয়ে বাড়িতে ব্লু টয়লেট গড়লেন মুর্শিদাবাদের নন্দরানী, জরিনারা

কেউ বেচেন সবজি। কারও রুজি সেলাই-ফোঁড়াই। নামমাত্র পুঁজি নিয়েই ওঁরা দিনবদলের লড়াইয়ে সামিল। মাঠে-ঘাটে টয়লেটের কলঙ্ক ঘোচাতেই নন্দরানী, জরিনারা এখন অক্লান্ত নির্মল যোদ্ধা।

সবজি বেচে, সেলাইয়ের রুজি দিয়ে বাড়িতে ব্লু টয়লেট গড়লেন মুর্শিদাবাদের নন্দরানী, জরিনারা

ওয়েব ডেস্ক: কেউ বেচেন সবজি। কারও রুজি সেলাই-ফোঁড়াই। নামমাত্র পুঁজি নিয়েই ওঁরা দিনবদলের লড়াইয়ে সামিল। মাঠে-ঘাটে টয়লেটের কলঙ্ক ঘোচাতেই নন্দরানী, জরিনারা এখন অক্লান্ত নির্মল যোদ্ধা।

মুর্শিদাবাদের ভগবানগোলা এক নম্বর ব্লকের বাহাদুরপুর, আরিফপুর, নতুন নওদাপাড়া তল্লাটে এখন এক অন্য ছবি। গেরস্থের ঘরের পাশেই হোক কিংবা বনবাদাড়ে এখন ইতিউতি উঁকি মারছে ব্লু টয়লেট। 
 
সরকারের এই অফার রীতিমতো লুফে নিয়েছেন ভগবানগোলার মহিলারা। আর সেই দৌড়েই রোলমডেল নন্দরানী মণ্ডল। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় ব্লু টয়লেটের পাইলট স্কিম সফল করতে মহিলাদেরই টার্গেট করেছিল প্রশাসন। ফল মিলেছে হাতেনাতে।

সেলাই করে টয়লেট। নিজেদের বাড়িতেই পাকা বাথরুম। গাঁয়ের মহিলা মহলে এ যেন একঅন্য উপলব্ধি। প্রকল্পের সাফল্যে প্রশাসনের কর্তারাও উচ্ছ্বসিত। জেলাশাসকের মন্তব্য, "পথ দেখিয়েছে ভগবানগোলা"। মুর্শিদাবাদ জেলাজুড়েই ব্লু টয়লেট অভিযানে এখন সরকারি অনুমোদনের অপেক্ষা।

Read More