Home> রাজ্য
Advertisement

আন্ত্রিকের প্রকোপ বাঁকুড়ার তেতুলডাঙা ও অধিরামপুর গ্রামে, আক্রান্ত শতাধিক

আন্ত্রিকের প্রকোপ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের, তেতুলডাঙা ও অধিরামপুর গ্রামে। গত এক সপ্তাহ ধরে ছড়াচ্ছে রোগ। দুটি গ্রাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে শতাধিক। অসুস্থদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ,  অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্সিংহোমেও চিকিত্‍সা চলছে অনেকের। এলাকায় ইতিমধ্যে কাজ শুরু করেছে মেডিক্যাল টিম।

আন্ত্রিকের প্রকোপ বাঁকুড়ার তেতুলডাঙা ও অধিরামপুর গ্রামে, আক্রান্ত শতাধিক

ওয়েব ডেস্ক: আন্ত্রিকের প্রকোপ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের, তেতুলডাঙা ও অধিরামপুর গ্রামে। গত এক সপ্তাহ ধরে ছড়াচ্ছে রোগ। দুটি গ্রাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে শতাধিক। অসুস্থদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ,  অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্সিংহোমেও চিকিত্‍সা চলছে অনেকের। এলাকায় ইতিমধ্যে কাজ শুরু করেছে মেডিক্যাল টিম।

আরও পড়ুন টানা বৃষ্টিতে জলপাইগুড়ির বন্যা পরিস্থিতিতে আরও অবনতি, ঘরছাড়া প্রায় ৫ হাজার মানুষ

স্থানীয় সূত্রে খবর, গুরুতর অসুস্থ হয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে দু জনের। যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। পরিস্থিতি সম্পর্কে জানার পর, গ্রামে যান বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী সহ স্থানীয় নেতারা। স্বাস্থ্যকর্মীদের মত, স্থানীয় একটি পুকুরের জল থেকেই সম্ভবত ছড়াচ্ছে এই রোগ।

আরও পড়ুন রাজ্যের নাম বদলের নতুন করে উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Read More