Home> রাজ্য
Advertisement

কলেজে চূড়ান্ত অব্যবস্থা, পরীক্ষার্থী পরীক্ষা দিল সাইকেল স্ট্যান্ডে

মালদা কলেজে চূড়ান্ত অব্যবস্থা। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের অনেক পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হল সাইকেল স্ট্যান্ডে। কেউ বা পরীক্ষা দিলেন করিডরে।  কেন এমনটা হল? কর্তৃপক্ষের সাফাই, জায়গার অভাব।  

কলেজে চূড়ান্ত অব্যবস্থা, পরীক্ষার্থী পরীক্ষা দিল সাইকেল স্ট্যান্ডে

ব্যুরো: মালদা কলেজে চূড়ান্ত অব্যবস্থা। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের অনেক পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হল সাইকেল স্ট্যান্ডে। কেউ বা পরীক্ষা দিলেন করিডরে।  কেন এমনটা হল? কর্তৃপক্ষের সাফাই, জায়গার অভাব।  

শৌচাগার থাকলে তবেই মিলবে রেশন

সাইকেল স্ট্যান্ডে প্যান্ডেল। সেখানেই পরীক্ষা দিচ্ছেন স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজেই  এই দৃশ্য। মালদা কলেজে পরীক্ষা দিতে পারেন আঠেরোশো পড়ুয়া। অথচ সিট পড়েছে   সংখ্যা তিন হাজার জনের। আর তাতেই কলেজ জুড়ে ঠাঁই নাই ঠাঁই নাই রব। কলেজের করিডর থেকে সাইকেল স্ট্যান্ড, যেখানেই জায়গা পাওয়া গেছে, সেখানেই পরীক্ষা দিতে বসিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। এভাবেই মঙ্গলবার শেষ হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। মালদা কলেজের সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরিকাঠামোর অভাবের কথা স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ তপন দত্ত। তাঁর দাবি, বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তারা গুরুত্ব দেয়নি।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবিষয়ে কিছু মন্তব্য করতে চায়নি। 

 

Read More