Home> রাজ্য
Advertisement

৯ মাস ধরে প্রসূতি বিভাগের OT-তেই সব অপারেশন, সংক্রমণ ছড়াচ্ছে রায়গঞ্জ হাসপাতালে

রায়গঞ্জ জেলা হাসপাতালে দীর্ঘ ন'মাস ধরে বন্ধ মূল অপারেশন থিয়েটার। তাই হাসপাতালের যাবতীয় অপারেশন হচ্ছে প্রসূতি বিভাগের OT-তেই। এর ফলে সংক্রমণ ছড়াচ্ছে। অভিযোগ ডাক্তারদের একাংশের। 

৯ মাস ধরে প্রসূতি বিভাগের OT-তেই সব অপারেশন, সংক্রমণ ছড়াচ্ছে রায়গঞ্জ হাসপাতালে

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ জেলা হাসপাতালে দীর্ঘ ন'মাস ধরে বন্ধ মূল অপারেশন থিয়েটার। তাই হাসপাতালের যাবতীয় অপারেশন হচ্ছে প্রসূতি বিভাগের OT-তেই। এর ফলে সংক্রমণ ছড়াচ্ছে। অভিযোগ ডাক্তারদের একাংশের। 

সংস্কার চলছে। তার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের প্রধান অপারেশন থিয়েটারটাই বন্ধ নমাস ধরে। সে জন্য অপারেশন চলছে হাসপাতালের প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারেই। এর জন্য সংক্রমণের শিকার হচ্ছেন সদ্যোজাত ও প্রসূতি মায়েরা। লিখিত  অভিযোগ জানিয়েছেন চিকিত্সকদের একাংশ। তবে তাতেও লাভের লাভ কিছু হয়নি বলে অভিযোগ। প্রসূতি ও নবজাতকদের সংক্রমণের হার যে বেড়েছে, তা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার। তবে সেটা যে অপারেশন থিয়েটারের কারণে, তা মানতে নারাজ তিনি। সমস্যার সমাধান কবে? সে দিকেই এখন তাকিয়ে অভিযোগকারী চিকিত্সকেরা।

Read More