Home> রাজ্য
Advertisement

কান্দি অপহরণকাণ্ডে চার দিন পরেও কোনও হদিশ নেই কাউন্সিলর দেবজ্যোতি রায়ের

কান্দি অপহরণকাণ্ডে চার দিন পেরিয়ে গেলেও, এখনও কোনও হদিশ নেই কাউন্সিলর দেবজ্যোতি রায়ের। গত বুধবার স্কুলের মধ্যে থেকে তাঁকে অপহরণ করে সশস্ত্র দুষ্কৃতীরা। পুরসভায় ভোটাভুটির দুদিন আগে ওই অপহরণ ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। গতকাল ভোট-পর্বও মিটেছে। বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়কে ছাড়াই ভোট হয়। হারতে হয় কংগ্রেস ও বাম জোটকে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব  পাস করিয়ে নেয় তৃণমূল। যদিও এই ফল অবৈধ, অসাংবিধানিক বলে দাবি বিরোধী জোটের। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রাজ্যপালের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ করেছে কংগ্রেস। প্রশ্ন উঠেছে পুলিসের ভূমিকায়। বিরোধী জোটের অভিযোগ, অপহৃত কাউন্সিলরকে উদ্ধারে কোনও উদ্যোগই নেয়নি পুলিস-প্রসাসন। এমনকি তাঁদের প্রচ্ছন্ন মদতেই, তৃণমূল এই অপহরণ করেছে বলে দাবি বাম ও কংগ্রেস নেতাদের।

কান্দি অপহরণকাণ্ডে চার দিন পরেও কোনও হদিশ নেই কাউন্সিলর দেবজ্যোতি রায়ের

ওয়েব ডেস্ক: কান্দি অপহরণকাণ্ডে চার দিন পেরিয়ে গেলেও, এখনও কোনও হদিশ নেই কাউন্সিলর দেবজ্যোতি রায়ের। গত বুধবার স্কুলের মধ্যে থেকে তাঁকে অপহরণ করে সশস্ত্র দুষ্কৃতীরা। পুরসভায় ভোটাভুটির দুদিন আগে ওই অপহরণ ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। গতকাল ভোট-পর্বও মিটেছে। বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়কে ছাড়াই ভোট হয়। হারতে হয় কংগ্রেস ও বাম জোটকে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব  পাস করিয়ে নেয় তৃণমূল। যদিও এই ফল অবৈধ, অসাংবিধানিক বলে দাবি বিরোধী জোটের। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রাজ্যপালের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ করেছে কংগ্রেস। প্রশ্ন উঠেছে পুলিসের ভূমিকায়। বিরোধী জোটের অভিযোগ, অপহৃত কাউন্সিলরকে উদ্ধারে কোনও উদ্যোগই নেয়নি পুলিস-প্রসাসন। এমনকি তাঁদের প্রচ্ছন্ন মদতেই, তৃণমূল এই অপহরণ করেছে বলে দাবি বাম ও কংগ্রেস নেতাদের।

Read More