Home> রাজ্য
Advertisement

রানাঘাটে হোক কলরব

রানাঘাটে হোক কলরব

হোক কলরবের ছায়া এবার রানাঘাটে। এবার স্লোগান, হোক পরিবর্তন। দোষীদের গ্রেফতারের দাবিতে  আজ সকাল থেকে কনভেন্টের পাশে মঞ্চ বেঁধে আন্দোলন শুরু করেছেন  ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। দাবি একটাই, দোষীদের গ্রেফতার করতে হবে।

সিস্টারকে গণধর্ষণ। ক্ষোভে ফুঁসছে রানাঘাট। সত্তরোর্ধ্ব সিস্টারকে গণধর্ষণের পাঁচদিন পরেও অধরা দুষ্কৃতীরা।  সিআইডি-জেলা পুলিসের যৌথ তদন্তের নিট ফল জিরো। ক্ষোভে ফুঁসছে রানাঘাট। দানা বাঁধছে আন্দোলন। স্লোগান উঠছে হোক পরিবর্তন। আগেই পথে নেমেছিলেন কনভেন্টের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্সি-যাদবপুরের ছাত্রছাত্রীরা। এবার আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিলেন এলাকার মানুষ। বুধবার কনভেন্টের পাশে ধরনামঞ্চ বেঁধে আন্দোলন শুরু করেছেন তাঁরা।

রানাঘাটের তদন্তভার মুখ্যমন্ত্রী সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় খুশি আন্দোলনকারীরা। কিন্তু, দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।

 

Read More