Home> রাজ্য
Advertisement

আগমনীর সুরে গ্রামবাংলা, গাজন উৎসবে বিদায় ১৪২১

লোক সংস্কৃতির আবহে নতুন বছরকে আমন্ত্রণ। গাজনে মাতল গ্রামবাংলা।

আগমনীর সুরে গ্রামবাংলা, গাজন উৎসবে বিদায় ১৪২১

ওয়েব ডেস্ক:লোক সংস্কৃতির আবহে নতুন বছরকে আমন্ত্রণ। গাজনে মাতল গ্রামবাংলা।

চৈত্রের শেষ ৪ দিন শিবের গাজন। রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে এই ধর্মীয় লোকাচারে মাতোয়ারা মানুষ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, রায়দিঘি, ঢোলা, কুলপি, রামকৃষ্ণপুর, নিশ্চিন্দপুর, কাকদ্বীপ, নামখানা ও মন্দিরবাজারের জমজমাট মেলার আসর। মন্দিরে মন্দিরে শিবপুজো। বিভিন্ন দেবদেবীর সাজে সেজে সন্ন্যাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ন্যাসী সমাগম এবং লোকসংস্কৃতির মেলবন্ধনে সরগরম গাজন উত্‍সব।

রাজ্যের অন্যত্রও একই ছবি। গাজন ও চড়ক মেলা দেখার জন্য সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন। নদিয়ার কৃষ নগরের শক্তিনগর এলাকা, হুগলির আরামবাগের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও গাজন উপলক্ষ্যে বসেছে মেলার আসর। নদিয়ার একাধিক এলাকাতেও চলছে গাজন উত্‍সব।

Read More