Home> রাজ্য
Advertisement

কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পাস শিক্ষা বিল

কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পাস হয়ে গেল শিক্ষা বিল। গতকালের ঘটনার জেরে আজ বিধানসভা বয়কট করেন বিরোধীরা। বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। এরই মাঝে সভায় পাস হয়ে যায় বিল। বিধানসভায় গত অধিবেশনে বিল এনেও শেষ মুহুর্তে তা পেশ করেনি রাজ্য। কিছু পরিবর্তনের পর অবশেষে আজ সেই বিল আনা হয়।

কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পাস শিক্ষা বিল

ওয়েব ডেস্ক: কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পাস হয়ে গেল শিক্ষা বিল। গতকালের ঘটনার জেরে আজ বিধানসভা বয়কট করেন বিরোধীরা। বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। এরই মাঝে সভায় পাস হয়ে যায় বিল। বিধানসভায় গত অধিবেশনে বিল এনেও শেষ মুহুর্তে তা পেশ করেনি রাজ্য। কিছু পরিবর্তনের পর অবশেষে আজ সেই বিল আনা হয়।

আরও পড়ুন- রাজ্যে এবার একই দিনে জোড়া বাজেট!

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতে, শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড সোজা রাখতেই এই বিল। আগামী ৬ মাসের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক পদ পূরণের আশ্বাসও দেন তিনি। যদিও শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষকদের নিয়মানুবর্তিতা এবং দায়বদ্ধতার ক্ষেত্রে কিছু দুর্বলতা এখনও আছে।

আরও পড়ুন-  বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল মান্নানকে

Read More