Home> রাজ্য
Advertisement

শ্রমিক সংগঠনে এবার আরও কোণঠাসা দোলা সেন

শ্রমিক সংগঠনে এবার আরও কোণঠাসা দোলা সেন

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে এবার আরও কোণঠাসা দোলা সেন। ভেঙে দেওয়া হল আইএনটিটিইউসির সব কমিটি। ঠিক হয়েছে, কারখানা বা প্রতিষ্ঠানপিছু এবার একটিই কমিটি থাকবে আইএনটিটিইউসির। যার রাশ থাকবে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে।

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে দোলা সেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীরা বরাবরই যুযুধান। মাঝে মাঝে মাথা তুলেছে সুব্রত মুখোপাধ্যায়ের অনুগামীরাও। বিভিন্ন কারখানায় গোষ্ঠীদ্বন্দ্বের পরপর অভিযোগের বহর দেখে রীতিমতো ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে কিছুদিন আগে আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেনের সব ক্ষমতা কেড়ে রাশ কার্যত তুলে দেওয়া হয় বর্ষীয়ান সুব্রত মুখোপাধ্যায়ের হাতে।

বুধবার বিধানসভায় আইএনটিটিইউসি নিয়ে জরুরি বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। সুব্রত মুখোপাধ্যায়, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়,অমিত মিত্র  বৈঠকে ছিলেন। আইএনটিটিইউসির সব কমিটি ভেঙে দেওয়া হয়। ঠিক হয়, আইএনটিটিইউসির যে কোনও ইউনিটে এবার একটিই কমিটি থাকবে। কমিটির সদস্যদের নামধাম স্থানীয় প্রশাসনকে আগাম জানিয়ে দেওয়া হবে। উত্তরবঙ্গ থেকে এভাবে  সংগঠন  ঢেলে সাজানোর কাজ শুরু করবেন সুব্রত মুখোপাধ্যায়। রাজনৈতিক মহলের ধারণা, সংগঠনে এরপর আর ছড়ি ঘোরানোর সুযোগই পাবেন না একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দোলা সেন।

 

Read More