Home> রাজ্য
Advertisement

দুটো কিডনিই খারাপ, তাই এবছর মাধ্যমিক দেওয়া হয়নি কৃষ্ণনগরের দীপান্বিতার

এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি কৃষ্ণনগরের দীপান্বিতার। ঠিক পরীক্ষার আগেই ধরা পড়ে বছর পনেরোর দীপান্বিতার দুটো কিডনিই খারাপ। মেয়ের চিকিত্সার জন্য  কলকাতা থেকে চেন্নাই, সব জায়গায় ছুটে গেছেন তার বাবা। কৃষ্ণনগরের পাত্র বাজারে সবজি বিক্রি করেন প্রদীপ সাহা। জেলা হাসপাতালে সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করাতে হয় দীপান্বিতার।চিকিত্সকেরা জানিয়েছেন, দ্রুত বদল করতে হবে কিডনি।

 দুটো কিডনিই খারাপ, তাই এবছর মাধ্যমিক দেওয়া হয়নি কৃষ্ণনগরের দীপান্বিতার

ওয়েব ডেস্ক: এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি কৃষ্ণনগরের দীপান্বিতার। ঠিক পরীক্ষার আগেই ধরা পড়ে বছর পনেরোর দীপান্বিতার দুটো কিডনিই খারাপ। মেয়ের চিকিত্সার জন্য  কলকাতা থেকে চেন্নাই, সব জায়গায় ছুটে গেছেন তার বাবা। কৃষ্ণনগরের পাত্র বাজারে সবজি বিক্রি করেন প্রদীপ সাহা। জেলা হাসপাতালে সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করাতে হয় দীপান্বিতার।চিকিত্সকেরা জানিয়েছেন, দ্রুত বদল করতে হবে কিডনি।

আরও পড়ুন ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্যের গ্রামাঞ্চলে লক্ষ্যমাত্রার তুলনায় রাস্তা হয়েছে কম

মেয়েকে সুস্থ করে তুলতে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মা নন্দিতা সাহা। কিন্তু খরচ যে বিস্তর । কোথা থেকে আসবে প্রায় ১০ লক্ষ টাকা? ভেবে কিনারা পাচ্ছেন না কৃষ্ণনগরের সাহা দম্পতি।

আরও পড়ুন  অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার, রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে আরও এক জেলা

Read More