Home> রাজ্য
Advertisement

মৃত্যুভূমি পিংলায় মৃতের সংখ্যা বেড়ে ১২, আহত ৪, নিখোঁজ অনেকেই

এ যেন মৃত্যুস্তুপ। আধপোড়া শরীর, রক্তেভেজা মানুষের লাস। পিংলার ব্রাহ্মণবেড় গ্রামের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বারো। গুরুতর জখম চারজন।  বেশকিছু শ্রমিকের খোঁজই মিলছে না। বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারেই দেহ সরিয়ে ফেলেছে পুলিস। বাজি কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিস এককথায় ভয়াবহ। ভয়ঙ্কর। বারুদে ঝলসে যাওয়া শরীর। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শরীরের বিভিন্ন অংশ। মৃত্যুস্তুপের মধ্যেই আধমরা কিছু মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছেন।

মৃত্যুভূমি পিংলায় মৃতের সংখ্যা বেড়ে ১২, আহত ৪, নিখোঁজ অনেকেই

ব্যুরো: এ যেন মৃত্যুস্তুপ। আধপোড়া শরীর, রক্তেভেজা মানুষের লাস। পিংলার ব্রাহ্মণবেড় গ্রামের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বারো। গুরুতর জখম চারজন।  বেশকিছু শ্রমিকের খোঁজই মিলছে না। বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারেই দেহ সরিয়ে ফেলেছে পুলিস। বাজি কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিস এককথায় ভয়াবহ। ভয়ঙ্কর। বারুদে ঝলসে যাওয়া শরীর। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শরীরের বিভিন্ন অংশ। মৃত্যুস্তুপের মধ্যেই আধমরা কিছু মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছেন।

রাতের অন্ধকারেই  ছিন্নভিন্ন শরীর সরিয়ে ফেলার অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে।

বাসিন্দাদের অভিযোগ পুলিসকে হাতে নিয়ে বেআইনি বাজি তৈরির কারখানা চালাতেন  তৃণমূল নেতা রঞ্জন মাইতি।

পুলিসের বিরুদ্ধেও ক্ষোভ উগরেছেন বাসিন্দারা।

ভোরের আলো ফুটতেই এক ভয়ঙ্কর সকালের মুখ দেখেছে পিংলার বাহ্মণবেড় গ্রাম। বাজি কারখানায় প্রায় জনা কুড়ি শ্রমিক কাজ করতেন। যাদের সকলেরই বয়স আট থেকে আঠারোর মধ্যে। এঁদের কজন বেঁচে আছেন কজন মারা গেছেন তারও কোনও হিসেব নেই কারও কাছে।

 

Read More