Home> রাজ্য
Advertisement

শীতের দাপুটে ইনিংস, আজ মরশুমের শীতলতম দিন

আজ মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এবছরের শীত ক্যালেন্ডারের ওপর বরাবরই থেকেছে এলনিনোর দাপট। বারবারই বাধা পেয়েছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২-এর নীচে নামেনি। জানুয়ারির প্রথম সপ্তাহেও ঠান্ডার আমেজ পায়নি রাজ্যবাসী। তবে পশ্চিমি ঝঞ্ঝা কাটতেই মাঘের মাঝামাঝি শেষবেলায় শীতের দাপুটে ইনিংসে খুশি রাজ্যবাসী। তবে ঠান্ডার এই স্থায়িত্ব খুব বেশি দিনের নয়। সামনের সপ্তাহ থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ।

শীতের দাপুটে ইনিংস, আজ মরশুমের শীতলতম দিন

ওয়েব ডেস্ক: আজ মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এবছরের শীত ক্যালেন্ডারের ওপর বরাবরই থেকেছে এলনিনোর দাপট। বারবারই বাধা পেয়েছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২-এর নীচে নামেনি। জানুয়ারির প্রথম সপ্তাহেও ঠান্ডার আমেজ পায়নি রাজ্যবাসী। তবে পশ্চিমি ঝঞ্ঝা কাটতেই মাঘের মাঝামাঝি শেষবেলায় শীতের দাপুটে ইনিংসে খুশি রাজ্যবাসী। তবে ঠান্ডার এই স্থায়িত্ব খুব বেশি দিনের নয়। সামনের সপ্তাহ থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ।

শীতে কাঁপছে জেলাও। আজ বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুরে তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস।  বীরভূমের শান্তিনিকেতনে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণদিনাজপুরেও পারদ ১০ ডিগ্রির আশপাশেই ঘোরাঘুরি করছে। হাড় কাঁপানো ঠান্ডার মজাও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পর্যটকরা।

Read More