Home> রাজ্য
Advertisement

চিটফান্ড কোম্পানির আমানতকারীরা টাকা ফেরত পাবেন কিনা তার ভাগ্য নির্ধারণ সম্ভবত আজ

এমপিএস সহ প্রায় একশোটি চিটফান্ড কোম্পানির আমানতকারীরা আদৌ হাইকোর্টের গড়া কমিটির মাধ্যমে টাকা ফেরত পাবেন কিনা, তার ভাগ্য নির্ধারণ সম্ভবত আজ। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার আজ শুনানি।

চিটফান্ড কোম্পানির আমানতকারীরা টাকা ফেরত পাবেন কিনা তার ভাগ্য নির্ধারণ সম্ভবত আজ

ওয়েব ডেস্ক: এমপিএস সহ প্রায় একশোটি চিটফান্ড কোম্পানির আমানতকারীরা আদৌ হাইকোর্টের গড়া কমিটির মাধ্যমে টাকা ফেরত পাবেন কিনা, তার ভাগ্য নির্ধারণ সম্ভবত আজ। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার আজ শুনানি।

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!

হাইকোর্টের গঠিত কমিটি আইন অনুযায়ী চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে না। এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। তাদের অভিযোগ, সম্পত্তি বিক্রির যাবতীয় ক্ষমতা একমাত্র ইডিরই আছে। তাই এই কমিটি বাতিল করতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে। আজ মামলাটি গ্রহণ করলে টাকা ফেরত দেওয়ার যা পদ্ধতি শুরু করার কথা ঠিক হয় হাইকোর্টের মাধ্যমে, তা অনেকটাই ধাক্কা খাবে বলে মত আইনজীবী মহলের একাংশের।

আরও পড়ুন বেনিয়াপুকুর গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করল পুলিস

Read More