Home> রাজ্য
Advertisement

প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রায়গঞ্জে আটক করা হল চিতাবাঘ

লোকালয়ে চিতা বাঘের দাপাদাপি। তটস্থ এলাকার মানুষ। অবশেষে, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আটক হল চিতাবাঘ। রায়গঞ্জের ইন্দিরা কলোনীর একটি বাড়িতে  চিতাবাঘটিকে আটক করেছে স্বেচ্ছ্বাসেবী সংস্থার সদস্যরা।  আপাতত বিপ্লব সাহার ঘরে বন্দি রয়েছে সেই বাঘটি। তবে টিনের ঘর ও নড়বড়ে দরজায় কতক্ষণ আটকে রাখা যাবে তাকে, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রায়গঞ্জে আটক করা হল চিতাবাঘ

ওয়েব ডেস্ক: লোকালয়ে চিতা বাঘের দাপাদাপি। তটস্থ এলাকার মানুষ। অবশেষে, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আটক হল চিতাবাঘ। রায়গঞ্জের ইন্দিরা কলোনীর একটি বাড়িতে  চিতাবাঘটিকে আটক করেছে স্বেচ্ছ্বাসেবী সংস্থার সদস্যরা।  আপাতত বিপ্লব সাহার ঘরে বন্দি রয়েছে সেই বাঘটি। তবে টিনের ঘর ও নড়বড়ে দরজায় কতক্ষণ আটকে রাখা যাবে তাকে, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন দক্ষিণেশ্বর, কাশীপুর, কামারপুকুর, বছরের প্রথম দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

ফের বন দফতরে খবর দিয়েছেন বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। চিতাবাঘকে কাবু করতে শুকনা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে ট্রাঙ্কুলাইজার টিম। বিহার থেকে চিতাবাঘটি ঢুকে পড়েছে,  প্রাথমিকভাবে এমনই অনুমান বন দফতরের। 

আরও পড়ুন  বছরের প্রথম দিনেই বিতর্কে বিশ্বভারতী

Read More