Home> রাজ্য
Advertisement

স্কুলে ভর্তি হওয়া নিয়ে উত্তেজনা বহরমপুরে

ক্লাস ফাইভে ভর্তি হওয়া নিয়ে গণ্ডগোল। প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাটি ঘেটেছে মুর্শিদাবাদের বহরমপুর কলেজিয়েট স্কুলে। স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্কুলে ভর্তি হওয়া নিয়ে উত্তেজনা বহরমপুরে

ওয়েব ডেস্ক : ক্লাস ফাইভে ভর্তি হওয়া নিয়ে গণ্ডগোল। প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাটি ঘেটেছে মুর্শিদাবাদের বহরমপুর কলেজিয়েট স্কুলে। স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন- ২৪ ঘণ্টা পেরিয়েও উঠল না খড়্গপুর IIT-তে ছাত্রবিক্ষোভ

অভিভাবকদের অভিযোগ, ভর্তির ফর্ম নিয়ে প্রতিদিনই গণ্ডগোল করছে স্কুল কর্তৃপক্ষ। সে জন্য হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। আজ তাই বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। সে সময় উত্তেজনা ছড়ায় স্কুলে। হেনস্থার অভিযোগ করেন প্রধান শিক্ষক। যদিও, শিক্ষকদের একাংশের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। তাঁদের দাবি, প্রধানশিক্ষক ইচ্ছে করেই দেরি করছেন ভর্তি প্রক্রিয়া। তাই এই সমস্যা দেখা দিয়েছে।

Read More