Home> রাজ্য
Advertisement

ফের রক্তাক্ত শিক্ষাঙ্গন, মনোনয়নপত্র জমা ও তোলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ অনেক কলেজে

ফের রক্তাক্ত শিক্ষাঙ্গন। মনোনয়নপত্র জমা ও তোলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ শিলিগুড়ি,ফালাকাটা,নকশালবাড়ি কলেজে। পরিস্থিতি সামাল দিতে পুলিসের লাঠি,টিয়ার গ্যাস। বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের অভিযোগ, গায়ের জোরে সব কলেজেই ক্ষমতার দখল নিতে চাইছে TMCP। অভিযোগ উড়িয়েছে শাসকদলের ছাত্র সংগঠন। হার মেনেছে লাঠি। কলেজচত্বর তাই  ভারি হয়েছে টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধে। মনোনয়নপত্র জমা ঘিরে SFI -TMCPর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র নকশাল বাড়ি কলেজ। সকাল থেকেই পরিবেশ থমথমে। SFI মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পৌছতেই শুরু হয়ে যায় লড়াই অভিযোগ, ছবি তুলতে গেলে সাংবাদিকদের দিকেও বাঁশ নিয়ে তেড়ে যায় TMCP সদস্যরা। মনোনয়নপত্র জমা ও তোলা নিয়ে  রণক্ষেত্রের চেহারা নেয়  শিলিগুড়ি কলেজও। অভিযোগ, SFI-এর ৮ সদস্য মনোনয়নপত্র তুলতে গেলে তাদের বাধা দেয় TMCP। তা নিয়েই শুরু হয়ে যায় দুপক্ষের লড়াই।পুলিসের সামনেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। শেষে পুলিসই গার্ড দিয়ে কলেজের ভিতরে নিয়ে যায় SFI সদস্যদের। সোমবার আলিপুরদুয়ার জেলার ৮টি কলেজে ছিল মনোনয়নপত্র তোলার প্রথম দিন। শুরুর দিনেই ABVP-TMCP সংঘর্ষে রক্ত ঝরেছে ফালাকাটা কলেজে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন ABVP -র ফালাকাটা ব্লক সভাপতি সুজিত দাস। প্রথমে  ফালাকাটা গ্রামীন হাসপাতাল, সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।

ফের রক্তাক্ত শিক্ষাঙ্গন, মনোনয়নপত্র জমা ও তোলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ অনেক কলেজে

ওয়েব ডেস্ক: ফের রক্তাক্ত শিক্ষাঙ্গন। মনোনয়নপত্র জমা ও তোলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ শিলিগুড়ি,ফালাকাটা,নকশালবাড়ি কলেজে। পরিস্থিতি সামাল দিতে পুলিসের লাঠি,টিয়ার গ্যাস। বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের অভিযোগ, গায়ের জোরে সব কলেজেই ক্ষমতার দখল নিতে চাইছে TMCP। অভিযোগ উড়িয়েছে শাসকদলের ছাত্র সংগঠন। হার মেনেছে লাঠি। কলেজচত্বর তাই  ভারি হয়েছে টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধে। মনোনয়নপত্র জমা ঘিরে SFI -TMCPর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র নকশাল বাড়ি কলেজ। সকাল থেকেই পরিবেশ থমথমে। SFI মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পৌছতেই শুরু হয়ে যায় লড়াই অভিযোগ, ছবি তুলতে গেলে সাংবাদিকদের দিকেও বাঁশ নিয়ে তেড়ে যায় TMCP সদস্যরা। মনোনয়নপত্র জমা ও তোলা নিয়ে  রণক্ষেত্রের চেহারা নেয়  শিলিগুড়ি কলেজও। অভিযোগ, SFI-এর ৮ সদস্য মনোনয়নপত্র তুলতে গেলে তাদের বাধা দেয় TMCP। তা নিয়েই শুরু হয়ে যায় দুপক্ষের লড়াই।পুলিসের সামনেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। শেষে পুলিসই গার্ড দিয়ে কলেজের ভিতরে নিয়ে যায় SFI সদস্যদের। সোমবার আলিপুরদুয়ার জেলার ৮টি কলেজে ছিল মনোনয়নপত্র তোলার প্রথম দিন। শুরুর দিনেই ABVP-TMCP সংঘর্ষে রক্ত ঝরেছে ফালাকাটা কলেজে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন ABVP -র ফালাকাটা ব্লক সভাপতি সুজিত দাস। প্রথমে  ফালাকাটা গ্রামীন হাসপাতাল, সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।

আরও পড়ুন পুলিস ধরেনি তাই আজ স্থানীয় বাসিন্দারাই ধরল দুষ্কৃতীদের

এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এদিন মন্তব্য করেছেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে TMCP র দায়িত্ব অনেক বেশি। সরকারে আসার পর থেকেই শিক্ষাঙ্গনে রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ছাত্র নেতাদের সতর্ক থাকার হুঁশিয়ারিও দিয়েছেন ।আদতে তা যে খুব একটা কাজে আসেনি  তাই আরও একবার স্পষ্ট হল রক্তাক্ত শিক্ষাঙ্গনের ছবিতেই।

আরও পড়ুন  গঙ্গাসাগরে যাত্রী পরিষেবার জন্য মুখ থুবড়ে পড়েছে হুগলি নদিতে লঞ্চ চলাচল

Read More