Home> রাজ্য
Advertisement

বছরের শেষ দিনে দীঘা লোকারণ্য, স্পিডবোট উল্টালেও প্রাণহানি শূন্য

কাল থেকে ঠিক বদলে যাবো। প্রতিবছরের মতো এবছরও আজ এটাই অঙ্গীকার। আর কাল থেকে তো বদলে যাবোই তাই শেষ বারের মত আরেকবার উদ্দাম হতে ক্ষতি কী? আর সেই পণেই যেন মাতোয়ারা দিঘা। বিধিনিষেধের কড়াকড়ি রয়েছে, কিন্তু কে মানে?

বছরের শেষ দিনে দীঘা লোকারণ্য, স্পিডবোট উল্টালেও প্রাণহানি শূন্য

ওয়েব ডেস্ক: কাল থেকে ঠিক বদলে যাবো। প্রতিবছরের মতো এবছরও আজ এটাই অঙ্গীকার। আর কাল থেকে তো বদলে যাবোই তাই শেষ বারের মত আরেকবার উদ্দাম হতে ক্ষতি কী? আর সেই পণেই যেন মাতোয়ারা দিঘা। বিধিনিষেধের কড়াকড়ি রয়েছে, কিন্তু কে মানে?

আরও পড়ুন- ডানলপে দিনে দুপুরে ১০০ কোটির ডাকাতি!

দিঘার উদ্দাম ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়েছে দিঘা ঘুরতে যাওয়া পর্যটকরাও।  আর তার মধ্যেই ঘটে গেছে একটি দুর্ঘটনা, স্পিডবোট উল্টে জলে ডুবে যায় ছজন। তবে কোনও প্রাণহানী  ঘটেনি, উদ্ধার করা হয়েছে তাঁদের। তবে বছরের শেষ দিনে দিঘা আমোদে টইটম্বুর। সফেন সমুদ্র যেন মানুষের আশা আকাঙ্খাকেই বয়ে নিয়ে চলেছে নিজস্ব ছন্দে।

আরও পড়ুন- মফস্বলের ছাপোষা যুবকের অ্যাকাউন্টে ৪২ হাজার ৫০০ কোটির লেনদেন!

Read More