Home> রাজ্য
Advertisement

তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্রে উপনির্বাচন কবে জানুন

তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্রে উপনির্বাচন উনিশে নভেম্বর। ওই দিনই উপনির্বাচন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। এই তিন কেন্দ্রেই গণনা বাইশে নভেম্বর। কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদের মৃত্যু ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিধায়কের মৃত্যুর জন্য এই দুটি আসনই খালি হয়। অন্য দিকে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ বিধানসভায় জিতে এখন রাজ্যের মন্ত্রী।

তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্রে উপনির্বাচন কবে জানুন

ওয়েব ডেস্ক: তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্রে উপনির্বাচন উনিশে নভেম্বর। ওই দিনই উপনির্বাচন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। এই তিন কেন্দ্রেই গণনা বাইশে নভেম্বর। কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদের মৃত্যু ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিধায়কের মৃত্যুর জন্য এই দুটি আসনই খালি হয়। অন্য দিকে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ বিধানসভায় জিতে এখন রাজ্যের মন্ত্রী।

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে

সে কারণে এই লোকসভা আসনে উপনির্বাচন হবে। দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীও ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তমলুকে প্রার্থী হচ্ছেন দিব্যুন্দু অধিকারী। মন্তেশ্বরে প্রার্থী হচ্ছেন সজল পাঁজার ছেলে সৈকত পাঁজা।

আরও পড়ুন  জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?

Read More