Home> রাজ্য
Advertisement

অন্ধকারে ডুবল তিস্তা-তোর্সা এক্সপ্রেস

রাতের অন্ধকার চিরে ছুটছে এক্সপ্রেস ট্রেন। অথচ তার একটি সংরক্ষিত কামরায় আলো নেই। ঘুটঘুটে অন্ধকারে হাঁসফাঁস পরিস্থিতি। মোবাইলের আলো জ্বালিয়ে টয়লেটে নিয়ে যেতে হচ্ছে বয়স্ক মানুষটিকে। গতকাল রাতে এমনই রেলসফরের অভিজ্ঞতা হল ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এস ওয়ান কোচের যাত্রীদের।

অন্ধকারে ডুবল তিস্তা-তোর্সা এক্সপ্রেস

ব্যুরো: রাতের অন্ধকার চিরে ছুটছে এক্সপ্রেস ট্রেন। অথচ তার একটি সংরক্ষিত কামরায় আলো নেই। ঘুটঘুটে অন্ধকারে হাঁসফাঁস পরিস্থিতি। মোবাইলের আলো জ্বালিয়ে টয়লেটে নিয়ে যেতে হচ্ছে বয়স্ক মানুষটিকে। গতকাল রাতে এমনই রেলসফরের অভিজ্ঞতা হল ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এস ওয়ান কোচের যাত্রীদের।

কোচবিহার থেকে শিয়ালদার উদ্দেশে ট্রেনটি যখন রওনা হয়, তখন থেকেই এস ওয়ান কোচে বিদ্যুত্‍ ছিল না।যাত্রীরা ট্রেনের গার্ড ও টিটিইদের সমস্যার কথা জানান। কিন্তু কাজ হয়নি। ট্রেন এনজেপি স্টেশনে পৌছলে বিক্ষোভ দেখান তাঁরা। কিন্তু বিদ্যুত্‍ আসেনি।

ট্রেন মালদা স্টেশন পৌছলে যাত্রীরা আবার প্ল্যাটফর্মে নেমে বিক্ষোভ দেখান। তারপরই রেলের ইলেকট্রিসিয়ান এস ওয়ান কোচের যান্ত্রিক ত্রুটি সারিয়ে দেন। হাঁফ ছেড়ে বাঁচেন এস ওয়ানের যাত্রীরা।

Read More