Home> রাজ্য
Advertisement

পাহাড়ে আজ মুখ্যমন্ত্রীর সভায় থাকছেন না গুরুং, ম্যালে বসছে সিসিটিভি ক্যামেরা

পাহাড়ে আজ মুখ্যমন্ত্রীর সভায় থাকছেন না গুরুং, ম্যালে বসছে সিসিটিভি ক্যামেরা

পাহাড়ে আজ মুখ্যমন্ত্রীর সভা। ম্যালের সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। লেপচা উন্নয়ন বোর্ডের মত তামাংদের জন্যও বোর্ড গঠনের বিষয়ে আজই ঘোষণা হতে পারে পাহাড়ের সভা থেকে। এছাড়া বালাশন জলপ্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।  সভায় অবশ্য হাজির থাকছেন না জিটিএ প্রধান বিমল গুরুং। মোর্চার তরফে জানানো হয়েছে, বিমল গুরুং বা জিটিএ-র কাউকেই মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়নি। যদিও জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে জিটিএ-র দফতরে।

বিজেপি প্রার্থীকে সমর্থন করায় লোকসভা ভোটের সময় থেকেই রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সৌজন্য সাক্ষাত্ করারও পরিকল্পনা নেই বিমল গুরুং, রোশন গিরিদের। সূত্রের খবর, ত্রিপাক্ষিক বৈঠক যাতে ভেস্তে না যায়, সে জন্যই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও রকম আলোচনার পথে যেতে চাইছে না মোর্চা। পাহাড়ের সভা করার পাশাপাশি, আজই দার্জিলিংয়ে তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।  থাকবেন, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলাশাসক, পুলিস সুপাররা।

Read More