Home> রাজ্য
Advertisement

অনুব্রতর বোমা মারার হুমকি মামলায় পুলিসই সাক্ষ্য দিতে গরহাজির

বোমা মারার হুমকি দেওয়া হয়েছিল পুলিসকে। সেই পুলিসই মামলায় সাক্ষ্য দিতে হাজির হল না। নিট ফল, অনুব্রত মণ্ডলকে স্বস্তি দিয়ে ফের পিছিয়ে গেল শুনানি। ২০১৩ সালে দায়ের হওয়া মামলা, দু বছর পরও সেই একই তিমিরে। এদিন সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও, আদালতে আসেননি মামলার দুই প্রধান সাক্ষী তত্‍কালীন পাড়ুই থানার ওসি সম্পদ মুখার্জি এবং ভারপ্রাপ্ত অফিসার ধ্রুবজ্যোতি দত্ত।

অনুব্রতর বোমা মারার হুমকি মামলায় পুলিসই সাক্ষ্য দিতে গরহাজির

ওয়েব ডেস্ক: বোমা মারার হুমকি দেওয়া হয়েছিল পুলিসকে। সেই পুলিসই মামলায় সাক্ষ্য দিতে হাজির হল না। নিট ফল, অনুব্রত মণ্ডলকে স্বস্তি দিয়ে ফের পিছিয়ে গেল শুনানি। ২০১৩ সালে দায়ের হওয়া মামলা, দু বছর পরও সেই একই তিমিরে। এদিন সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও, আদালতে আসেননি মামলার দুই প্রধান সাক্ষী তত্‍কালীন পাড়ুই থানার ওসি সম্পদ মুখার্জি এবং ভারপ্রাপ্ত অফিসার ধ্রুবজ্যোতি দত্ত।

ফোনে যোগাযোগ করা হলে তাঁদের পাল্টা যুক্তি, আদালতের কোনও সমন হাতে পাননি তাঁরা। ২০১৩ সালে পাড়ুইয়ের সভায় পুলিসকে বোমা মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেইসময় নির্বাচন কমিশনের নির্দেশে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিস। তবে নানা কারণে বারবার পিছিয়েছে মামলার শুনানি। আগামী নয় এবং দশই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। 

Read More