Home> রাজ্য
Advertisement

পশু-পাখিদের নিয়ে মনস্তত্ত্ব পড়াতে মজার কর্মশালা হুগলীর স্কুলে

বনের পশু বনেই সুন্দর। কিন্তু বাস্তবে তা হয়না। আমদের ইচ্ছা, বাসনা, ভালোলাগার মাসুল দিতে হয় বনের পশুপাখিকে। কখনও সারা জীবন খাঁচায় বন্দি থেকে। আবার মানুষের ভোজনালয়ে দারুন রেসিপির স্বাদে। কিন্তু বনের পশু-পাখিদের সঙ্গে মানুষের সহবাসের সচেতন আনতে  মজার এক কর্মশালা করল হুগলির স্কুলে।

পশু-পাখিদের নিয়ে মনস্তত্ত্ব পড়াতে মজার কর্মশালা হুগলীর স্কুলে

ওয়েব ডেস্ক: বনের পশু বনেই সুন্দর। কিন্তু বাস্তবে তা হয়না। আমদের ইচ্ছা, বাসনা, ভালোলাগার মাসুল দিতে হয় বনের পশুপাখিকে। কখনও সারা জীবন খাঁচায় বন্দি থেকে। আবার মানুষের ভোজনালয়ে দারুন রেসিপির স্বাদে। কিন্তু বনের পশু-পাখিদের সঙ্গে মানুষের সহবাসের সচেতন আনতে  মজার এক কর্মশালা করল হুগলির স্কুলে।

পশুপাখির মনস্তত্ত্ব নিয়ে পাঠ ছাত্রছাত্রীদের। কাপাসডাঙার সতিন সেন বিদ্যাপীঠে বসেছিল এমনই এক কর্মশালা। পশু-পাখি, জীবজন্তুদের ক্ষতি না করলে তারাও মানুষের কোনও ক্ষতি করে না। বনবিড়ালও দীর্ঘদিন মানুষের সঙ্গে থাকতে থাকতে বন্ধু হয়ে যায়। প্রজেক্টরে এমনই নানা বন্য কার্যকলাপ দেখে অভিভূত ছাত্রছাত্রীরা।

Read More