Home> দুনিয়া
Advertisement

বিশ্বের বড় ৩টি খবর

প্রায় ১৬০০ বছর আগে ভূমধ্যসাগরে ডুবে যায় একটি বাণিজ্য জাহাজ। কিছু দিন আগেই ইজরায়েলের কাছে সমুদ্রপৃষ্টে সেই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এরপর থেকেই লাগাতার তল্লাসি। সম্প্রতি জাহাজ থেকে উদ্ধার হল প্রাচীন রোমের মুদ্রা। আর এই সব দেখেই ইতিহাসবিদদের কাছে আরও পরিষ্কার, তত্কালীন রোমের সমৃদ্ধ অবস্থার ছবিটা।

বিশ্বের বড় ৩টি খবর

ওয়েব ডেস্ক: প্রায় ১৬০০ বছর আগে ভূমধ্যসাগরে ডুবে যায় একটি বাণিজ্য জাহাজ। কিছু দিন আগেই ইজরায়েলের কাছে সমুদ্রপৃষ্টে সেই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এরপর থেকেই লাগাতার তল্লাসি। সম্প্রতি জাহাজ থেকে উদ্ধার হল প্রাচীন রোমের মুদ্রা। আর এই সব দেখেই ইতিহাসবিদদের কাছে আরও পরিষ্কার, তত্কালীন রোমের সমৃদ্ধ অবস্থার ছবিটা।

 

fallbacks

পছন্দ হয়ে গিয়েছিল গরু। তাই গরু ছাড়া গত দশ বছরে আর কিছুই ভাবেননি ব্রিটিশ পেইন্টার জন মার্শাল। একের পর এক গরুর ছবি এঁকেছেন তিনি। মার্শাল জানাচ্ছেন, গরুদের নানা রূপ ফুটে উঠেছে তাঁর ছবিতে। 

 

শপিং মলে কনসার্ট। অংশ নিলেন হাজারের ওপর মানুষ। সব চেয়ে ছোট অংশগ্রহণকারীর বয়স ৫, আর সবচেয়ে প্রবীণ অংশগ্রহণকারী ৮২। সকলেই গাইলেন এক সুর। সৌজন্যে জার্মান সিমফোনিক অর্কেস্ট্রা।

Read More