Home> দুনিয়া
Advertisement

Military Spending: কোভিড-বিধ্বস্ত বিশ্বেও এতটুকু কমেনি সামরিক খরচ! শীর্ষে যুক্তরাষ্ট্র

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ওই গবেষণা অনুযায়ী, করোনা অতিমারীর মধ্যে অর্থনীতির মন্দা হলেও বিশ্বজুড়ে সামরিক ব্যয় কমেনি বরং বেড়েছে। দেশগুলি তাদের অস্ত্রসম্ভার বাড়িয়ে নিয়েছে।

Military Spending: কোভিড-বিধ্বস্ত বিশ্বেও এতটুকু কমেনি সামরিক খরচ! শীর্ষে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালে বিশ্বজুড়ে আবারও সামরিক ব্যয় বেড়েছে। শুধু তা-ই নয়, গত বছর বিশ্বে সামরিক ব্যয়বৃদ্ধির রেকর্ড হয়েছে। বিশেষ করে ইউরোপের দেশগুলিতে সামরিক ব্যয়বৃদ্ধির প্রবণতা ছিল সবচেয়ে বেশি। সোমবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ওই গবেষণা  অনুযায়ী, করোনা অতিমারীর মধ্যে অর্থনীতির মন্দা হলেও বিশ্বজুড়ে সামরিক ব্যয় কমেনি বরং বেড়েছে। দেশগুলি তাদের অস্ত্রসম্ভার বাড়িয়ে নিয়েছে। গত বছর বিশ্বের সামরিক খাতে ব্যয় .৭ শতাংশ বেড়েছে।

২০২১ সালে টানা সপ্তম বছরের মতো বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় বেড়ে ২ লাখ ১০ হাজার কোটি ডলারে গিয়ে ঠেকেছে। এর আগে কোনো এক বছরে বিশ্বজুড়ে সামরিক খাতে দেশগুলির যৌথব্যয় এত বেশি হতে দেখা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল ৮০ হাজার ১০০ কোটি ডলার। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১.৪ শতাংশ কমেছে। গত এক দশকে গবেষণা ও উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৪ শতাংশ বেড়েছে এবং অস্ত্র সংগ্রহ ৬.৪ শতাংশ কমেছে। তবে গত বছর দুটি খাতেই দেশটির ব্যয় কমেছে।

সামরিক ব্যয়ে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। ২০২১ সালে টানা তৃতীয় বছরের মতো দেশটির সামরিক ব্যয় ২.৯ শতাংশ বেড়ে ৬৫৯০ কোটি ডলারে ঠেকেছে। সামরিক ব্যয় রাশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপির) ৪.১ শতাংশ, বিশ্বের গড়ের চেয়ে যা অনেক বেশি।

রাশিয়ার সামরিক খাতে ব্যয় বেড়েছে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে। এর পর থেকে ইউক্রেনের সামরিক ব্যয় বেড়েছে ৭২ শতাংশ। পশ্চিমি সামরিক জোট ন্যাটোর অন্যান্য দেশও সামরিক খাতের ব্যয় বৃদ্ধি করছে।

আরও পড়ুন: Karachi University: করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে বিস্ফোরণ, মৃত ৪

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More