Home> দুনিয়া
Advertisement

বার্সেলোনার রোয়ার জন্য বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ফের বিশ্বজয় স্পেনের। ফের জয়ের রঙ লাল-হলুদ। কখনও রাউল, কখনও জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, স্পেনের বিশ্বজয়ের পিছনে বড় অবদান ছিল এঁদের।

 বার্সেলোনার রোয়ার জন্য বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ওয়েব ডেস্ক: ফের বিশ্বজয় স্পেনের। ফের জয়ের রঙ লাল-হলুদ। কখনও রাউল, কখনও জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, স্পেনের বিশ্বজয়ের পিছনে বড় অবদান ছিল এঁদের।
এবার এঁরা কেউ নন। স্পেন বিশ্বজয় করল মিরেইয়া লালাগুনা রোয়োর কাঁধে ভর করে। গোটা গ্রহের এক সে বড়কর এক সুন্দরীদের অবলীলায় পিছনে ফেলে ২০১৫ সালের বিশ্বসুন্দরী নির্বাচিত হলেন ২৩ বছর বয়সি এই স্প্যানিশ সুন্দরী। তিনি হলেন ৬৫ তম বিশ্বসুন্দরী। গত বছরের জয়ী দক্ষিণ আফ্রিকার রোলেনো স্ট্রস রোয়োর মাথায় পড়িয়ে দেন বিশ্বসুন্দরীর গর্বের মুকুট।

fallbacks
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রুশ সুন্দরী সোফিয়া নিকিতচুক এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন মিস ইন্দোনেশিয়া মারিয়া হারাফান্তি।
মিস স্পেন অর্থাত্‍ রোয়ো স্পেনের বার্সেলোনার মেয়ে। যিনি এখন ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন।

Read More