Home> দুনিয়া
Advertisement

Johnson & Johnson এর single shot- ভ্যাকসিনকে ছাড়পত্র ব্রিটেনের

আমেরিকার একটি পরীক্ষায় দেখা গিয়েছে, মাঝারি থেকে গুরুতর করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিনটি ৭২ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

Johnson & Johnson এর single shot- ভ্যাকসিনকে ছাড়পত্র ব্রিটেনের

নিজস্ব প্রতিবেদন: Johnson & Johnson এর single shot- ভ্যাকসিনকে অনুমোদন দিল Britain। আজ (শুক্রবার) Medicines and Healthcare products Regulatory Agency ছাড়পত্র দিয়েছে। 

সে দেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, "এটি যুক্তরাষ্ট্রের বিশাল সফল টিকাদান কর্মসূচির আরও একটি হাতিয়ার। যা ইতিমধ্যে ১৩,০০০ এরও বেশি লোকের জীবন বাঁচিয়েছে। অর্থাৎ আমারা চারটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন মানুষকে দিতে পারছি যা এই ভয়াবহ ভাইরাস থেকে রক্ষা করতে সহায়তা করছে। 

আরও পড়ুন: Black Fungus-য়ে আক্রান্ত রোগীর সন্ধান মিলল রামপুরহাটে

 ব্রিটেনের সরকার আশা করছে, যে একক-ডোজ  আগামী মাসগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য সচিব বলেন, 'তরুণরা তথাকথিত ভারতীয় কোভিড ভেরিয়েন্টের হাত থেকে বাঁচতে এই একটি ডোজের ভ্যাকসিন নিতে আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে ২০ মিলিয়ন অর্ডার ব্রিটেনের তরফ থেকে পৌঁছে গিয়েছে Johnson & Johnson-র কাছে'। 

আরও পড়ুন: আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কেন্দ্র, নির্দেশিকা জারি DGCA-র

আমেরিকার একটি পরীক্ষায় দেখা গিয়েছে, মাঝারি থেকে গুরুতর করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিনটি ৭২ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

Read More