Home> দুনিয়া
Advertisement

ঘূর্ণিঝড় হাগুপিটের হুঙ্কার ফিলিপিন্সে, ফুঁসছে সমুদ্র

ফিলিপিন্সে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হাগুপিট। শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ভূখণ্ডে আছড়ে পড়ে। সেই সময় ঝড়ের গতি ছিল আনুমানিক ঘন্টায় ২১০ কিলোমিটার। ঝড়ের দাপটে বহু গাছপালা উপড়ে গিয়েছে। সমুদ্রে পাড়ের এলাকায় আছড়ে পড়েছে জলোচ্ছ্বাসও।

ঘূর্ণিঝড় হাগুপিটের হুঙ্কার ফিলিপিন্সে, ফুঁসছে সমুদ্র

ওয়েব ডেস্ক: ফিলিপিন্সে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হাগুপিট। শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ভূখণ্ডে আছড়ে পড়ে। সেই সময় ঝড়ের গতি ছিল আনুমানিক ঘন্টায় ২১০ কিলোমিটার। ঝড়ের দাপটে বহু গাছপালা উপড়ে গিয়েছে। সমুদ্রে পাড়ের এলাকায় আছড়ে পড়েছে জলোচ্ছ্বাসও।

টাকলোবান শহরে ঝড়ে বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মাত্র ১৩ মাস আগে এই টাকলোবান শহরেই সুপার টাইফুন হাইয়ান আছড়ে পড়ায় মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের। একবছর আগের সেই সুপার টাইফুনে অঞ্চল গুলি এখনও পুরোপুরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। তার আগেই ফের ওই এলাকায় আছড়ে পড়ল আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়।

 

Read More