Home> দুনিয়া
Advertisement

৬ ঘণ্টার অপারেশনে ১০ মাসের শিশুর পিঠ থেকে বাদ দেওয়া হল 'যমজ'!

অনেকদিন ধরে চেষ্টা চলছিল। অবশেষ সফল হলেন ডাক্তাররা। দীর্ঘ ৬ ঘণ্টার সফল অস্ত্রোপচার। ১০ মাসের শিশুর পিঠ থেকে বিচ্ছিন্ন করা হল সম্ভব হল 'যমজ'!

৬ ঘণ্টার অপারেশনে ১০ মাসের শিশুর পিঠ থেকে বাদ দেওয়া হল 'যমজ'!

ওয়েব ডেস্ক : অনেকদিন ধরে চেষ্টা চলছিল। অবশেষ সফল হলেন ডাক্তাররা। দীর্ঘ ৬ ঘণ্টার সফল অস্ত্রোপচার। ১০ মাসের শিশুর পিঠ থেকে বিচ্ছিন্ন করা হল সম্ভব হল 'যমজ'!

মার্কিন মুলুকের বাসিন্দা ডোমিনিক। বয়স ১০ মাস। ডোমিনিক যখন জন্মায়, তখন থেকেই তার পিঠে ছিল এই 'যমজ'। ভ্রূণের শুধুমাত্র পায়ের গঠনই সম্পূর্ণ হয়েছিল। বাকিটা অঙ্গ আর গঠন হয়নি। জন্মের পর থেকেই শুরু হয় ডাক্তারদের পরীক্ষা-নিরীক্ষা। বার বার করে এক্স-রে করে দেখা হয়, ছোট্ট মেরুদণ্ডে অস্ত্রোপচার করা সম্ভব হবে কি না। অবশেষে ৬ ঘণ্টার অপারেশনে ডোমিনিকের পিঠ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়  পা, পায়ের পাতা ও আঙুল সমেত অতিরিক্ত ওই পেলভিস।

ডাক্তাররা জানিয়েছেন, এই ধরনের যমজকে বলা প্যারাসাইটিক রাচিপ্যাগাস টুইন। এক্ষেত্রে একটাই মেরুদণ্ডের মাধ্যমে দুটি দেহ সংযুক্ত থাকে। বিশ্বে এখনও পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে মাত্র ৩০টি।

আরও পড়ুন, যোগী আদিত্যনাথ নিয়ে 'মার্কিন টিপ্পনী'র যোগ্য জবাব ভারতের

Read More