Home> দুনিয়া
Advertisement

পেশোয়ারে স্কুলে হামলার দায়স্বীকার টিটিপি-র, আজ সর্বদলীয় বৈঠকে বসছেন শরিফ, ৩ দিনের জাতীয় শোক পাকিস্তানে

পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলায় ১৪১ জনের মৃত্যুর একদিন পর আজ শোক পালিত হচ্ছে পাকিস্তানে। চলবে টানা ৩ দিন। সেইসঙ্গেই আজ সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। উত্তর-পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তের শহরগুলির নেতাদের সঙ্গে বৈঠক করবেন শরিফ।

পেশোয়ারে স্কুলে হামলার দায়স্বীকার টিটিপি-র, আজ সর্বদলীয় বৈঠকে বসছেন শরিফ, ৩ দিনের জাতীয় শোক পাকিস্তানে

পেশোয়ার: পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলায় ১৪১ জনের মৃত্যুর একদিন পর আজ শোক পালিত হচ্ছে পাকিস্তানে। চলবে টানা ৩ দিন। সেইসঙ্গেই আজ সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। উত্তর-পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তের শহরগুলির নেতাদের সঙ্গে বৈঠক করবেন শরিফ।

হামলায় নিহত ১৪১ জনের মধ্যে ১৩২ জন স্কুল পড়ুয়া, ৯ জন স্কুলকর্মী রয়েছেন। ঘটনায় আহত হয়েছে আরও ১২২ জন পড়ুয়া। হামলার সময় স্কুলের মধ্যে মোট ৯০০ জন মানুষ ছিলেন। মঙ্গলবার সন্ধে ৬টা ২০ নাগাদ শেষ পড়ুয়ার দেহ স্কুলবাড়ি থেকে বের করে আনে সেনারা। ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের প্রধান তালিবান গোষ্ঠী টিটিপি। পাকিস্তানি সেনার তথ্য অুযায়ী ৬ মাস আগে খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে ১,১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

গতকালের হামলাকে জাতীয় বিপর্যয় ঘোষাণা করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সারা দেশে ৩ দিনের শোকপালনের আবেদন জানিয়েছেন তিনি।

 

Read More