Home> দুনিয়া
Advertisement

এই পাখি অনেক মানুষের মধ্যেও নিজের শত্রুকে চিনতে পারে!

  আন্টার্কটিকায় দেখতে পাওয়া যায় বাদামী রঙের পাখি স্কুয়াকে। মানুষের সঙ্গে এদের দেখা সাক্ষাৎ হয় কদাচিৎ। প্রতিকূল আবহাওয়ার জন্য এই বরফের মহাদেশে মানুষের যাতায়াত খুবই কম। আশ্চর্যের কথা, তা সত্ত্বেও এই পাখি চিনতে পারে সেই সব মানুষকে যাঁরা তাদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করেছেন কিংবা বাসায় থাকা তাদের ডিম নষ্ট করেছেন।

এই পাখি অনেক মানুষের মধ্যেও নিজের শত্রুকে চিনতে পারে!
Updated: May 20, 2016, 11:15 AM IST

ওয়েব ডেস্ক:  আন্টার্কটিকায় দেখতে পাওয়া যায় বাদামী রঙের পাখি স্কুয়াকে। মানুষের সঙ্গে এদের দেখা সাক্ষাৎ হয় কদাচিৎ। প্রতিকূল আবহাওয়ার জন্য এই বরফের মহাদেশে মানুষের যাতায়াত খুবই কম। আশ্চর্যের কথা, তা সত্ত্বেও এই পাখি চিনতে পারে সেই সব মানুষকে যাঁরা তাদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করেছেন কিংবা বাসায় থাকা তাদের ডিম নষ্ট করেছেন।

কোরিয়া পোলার ইনস্টিটিউটের বিজ্ঞানী ডব্লিউ ওয়াংলি ও তাঁর সহযোগীরা একটি পরীক্ষা চালান এই স্কুয়া পাখিদের নিয়ে। তাঁরা দেখেছেন অনেক মানুষের উপস্থিতিতেও স্কুয়া পাখিরা বেছে বেছে আক্রমন করে তাদের পূর্বপরিচিত অপছন্দের মানুষকেই। কোরিয়ার বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণ জার্নাল অ্যানিম্যাল কগনিশন নামক পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে।