Home> দুনিয়া
Advertisement

প্লেনে তো চড়লেন, নামতে পারবেন তো?

প্লেনে ওঠার নাম শুনলেই ভয়ে পেটের মধ্যে কেমন গুর গুর করে। আর সত্যি সত্যি প্লেনে উঠলে তো আর কথাই নেই। প্লেনে উঠতে যারা ভয় পান, তাঁদের আরও ভয় দেখাবে পর্তুগালের মেদেইরা বিমানবন্দর। কারণ মেদেইরা বিমানবন্দর পর্যন্ত পৌঁছলেও অক্ষত অবসথায় যে নামতে পারআ যাবে এমন গ্যারেন্টি নেই। পাহার আর সমুদ্রের মাঝে অবস্থিত মাদাইরা বিমানবন্দরের অবস্থানেরজন্য বেশির ভাগ সময়েই এখানে আবহাওয়া খারাপ হয়। পাইলটরা প্লেন টেক অফ করতে রিতীমতো হিমসিম খান। দরকার হয় বিশেষ ট্রেনিংয়ের। রানওয়ের কাছে ঘণ্টায় ৪৯ কিলোমিটার বেগে হাওয়া বয় ফলে হাওয়ার তোড়ে প্লেন রানওয়ে থেকে সরে যায় আর তাতেই ঘটে বিপত্তি। ঘটে দুর্ঘটনা।

প্লেনে তো চড়লেন, নামতে পারবেন তো?

ওয়েব ডেস্ক: প্লেনে ওঠার নাম শুনলেই ভয়ে পেটের মধ্যে কেমন গুর গুর করে। আর সত্যি সত্যি প্লেনে উঠলে তো আর কথাই নেই। প্লেনে উঠতে যারা ভয় পান, তাঁদের আরও ভয় দেখাবে পর্তুগালের মেদেইরা বিমানবন্দর। কারণ মেদেইরা বিমানবন্দর পর্যন্ত পৌঁছলেও অক্ষত অবসথায় যে নামতে পারআ যাবে এমন গ্যারেন্টি নেই। পাহার আর সমুদ্রের মাঝে অবস্থিত মাদাইরা বিমানবন্দরের অবস্থানেরজন্য বেশির ভাগ সময়েই এখানে আবহাওয়া খারাপ হয়। পাইলটরা প্লেন টেক অফ করতে রিতীমতো হিমসিম খান। দরকার হয় বিশেষ ট্রেনিংয়ের। রানওয়ের কাছে ঘণ্টায় ৪৯ কিলোমিটার বেগে হাওয়া বয় ফলে হাওয়ার তোড়ে প্লেন রানওয়ে থেকে সরে যায় আর তাতেই ঘটে বিপত্তি। ঘটে দুর্ঘটনা।

Read More