Home> দুনিয়া
Advertisement

বিধ্বংসী ইরমার তাণ্ডব ফ্লোরিডায়, দেখুন

বিধ্বংসী ইরমার তাণ্ডব ফ্লোরিডায়, দেখুন

ওয়েব ডেস্ক : ক্রমশ জটিল হচ্ছে ইরমা বিধ্বস্ত ফ্লোরিডার অবস্থা। ইরমার দাপটে ফ্লোরিডায় ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে সঠিক সংখ্যাটা কত, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ফ্লোরিডা প্রশাসন।

রিপোর্টে প্রকাশ, ইরমার দাপটে ঘর ছাড়া হয়েছেন কমপক্ষে ১০ হাজার মানুষ। ইরমার দাপটে ফ্লোরিডার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলেই জানা যাচ্ছে। সেখানেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে, বর্তমানে ইরমার অভিমুখ উত্তর ফ্লোরিডা থেকে জর্জিয়ার দিকে।

১৯৭০ সালের পর অ্যাল্টান্টিক উপকূলে এতবড় মাপের ঝড় দেখা গেল বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যাটেগরি ৫-এর এই ঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে বলে জানা যাচ্ছে। (ছবি সৌজন্য - রয়টার্স)

 

 

Read More