Home> দুনিয়া
Advertisement

'বলিদান বৃথা যাবে না', নওয়াজ শরিফ, গুলির লড়াইয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে মৃত দুই জঙ্গি

'বলিদান বৃথা যাবে না', নওয়াজ শরিফ, গুলির লড়াইয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে মৃত দুই জঙ্গি


ওয়েব ডেস্ক: বুধবার সকালে পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা। জঙ্গিদের এলোপাথারি গুলিতে মৃত বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন অধ্যাপক। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৭০ জন। ২০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তানের সেনা জাওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালায় পাকিস্তানি সেনা। মৃত ২ জঙ্গি।

হমালার দায় স্বীকার করছে তালিবানরা। বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। "পাকিস্তানের এই আত্মত্যাগ বৃথা যাবে না। যারা এই নির্দোষ শিশুদের হত্যা করছে, তাদের কোনও ধর্ম নেই", মন্তব্য নওয়াজ শরিফের। 

Read More