Home> দুনিয়া
Advertisement

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গুলি, নিহত ১

এসব অঞ্চলে অভিযান আরও জোরালো করবে পুলিস।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে ছুটল গুলি। ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 

রবিবার রাত ৩টে নাগাদ কক্সবাজারের (Cox's Bazar) টেকনাফ হোয়াইক্যংয়ে (Waikong) চাকমারকুল (Chakmarkul) ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে (Rohingya refugee camp) চলে গুলি। পুলিস জানিয়েছে, ঘটনায় আহত হয়েছেন ১০-১২ জন। তবে নিহতের শরীরে কোনও গুলির চিহ্ন মেলেনি। পুলিসের প্রাথমিক ধারণা, গুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়দৌড়ির সময়ে তিনি পড়ে গিয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট না এলে কিছু জানানো যাবে না, বলে জানিয়েছে পুলিস। 

পুলিসের মতে, রোহিঙ্গাদের বিভিন্ন দল ক্যাম্পের ভেতরে নানা অপরাধমূলক কাজকর্ম করে।
পুলিসের মতে, রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র দল সন্ধের পরে ক্যাম্পগুলিতে তৎপর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই এসব অঞ্চলে অভিযান আরও জোরালো করা হবে। 

এ দিকে, এই সঙ্কটের মধ্যেই সম্প্রতি প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Also Read: 'ওয়ার্ল্ডস রিচেস্ট পার্সন' ইলন মাস্ক, ২০৫০ সালের মধ্যে মঙ্গলে তৈরি করবেন শহর

Read More