Home> দুনিয়া
Advertisement

#MeToo! পেন্টাগনে কামান দাগল মার্কিন সেনারাই

'স্টপ দ্য রিটেলিয়েশন' এবং '#মি-টু' সহ একাধিক প্ল্যাকার নিয়ে পেন্টাগনের সামনে বিক্ষোভ করেন মার্কিন সেনারা। ট্রাম্প সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, সেনাবাহিনীতে যৌন হেনস্থা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন বিষয়।

#MeToo! পেন্টাগনে কামান দাগল মার্কিন সেনারাই

নিজস্ব প্রতিবেদন: হ্যাশ ট্যাগ 'মি টু' তে এবার সরগরম মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনও। যৌন হেনস্থার বিরুদ্ধে 'মি টু' স্লোগানে সরব সেনাবাহিনীরই একাংশ যাদের মধ্যে অধিকাংশই মহিলা। হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যে পেন্টাগনের সামনে 'মি টু' স্লোগান করে বিক্ষোভ জানালেন অবসরপ্রাপ্ত বেশ কিছু মার্কিন সেনা। বিক্ষোভকারীদের দাবি, 'কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা'।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রক প্রকাশিত রিপোর্ট বলছে, সেনাবাহিনীতে গত ৪ বছরে প্রায় ২০ হাজার যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে। অনেকে আবার ভয়ে অভিযোগ জানাননি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি পেন্টাগনের। ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের দাবি, "যৌন হেনস্থার শিকার হওয়া প্রত্যেকে যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, তারজন্য একটি আইন আনা উচিত।" বিক্ষোভকারীরাও আইন আনার আর্জি জানিয়েছে।

আরও পড়ুন- মার্কিন গুরুদ্বারেও নিষিদ্ধ হল ভারতীয় আধিকারিকদের প্রবেশ

'স্টপ দ্য রিটেলিয়েশন' এবং '#মি-টু' সহ একাধিক প্ল্যাকার নিয়ে পেন্টাগনের সামনে বিক্ষোভ করেন মার্কিন সেনারা। ট্রাম্প সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, সেনাবাহিনীতে যৌন হেনস্থা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন বিষয়। যদিও বিক্ষোভকারীদের মতামত গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রক।

আরও পড়ুন- বরাদ্দ অর্থ পাকিস্তানের জন্য গচ্ছিত থাকবে, জানিয়ে দিল পেন্টাগন

প্রসঙ্গত, হলিউডে যৌন হেনস্থার শিকার নিয়ে বেশ কিছু দিন ধরে প্রতিবাদ জানিয়েছেন কলা-কুশলীরা। সেখান থেকেই উঠে আসে হ্যাশট্যাগ 'মি-টু' স্লোগান। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে কালো পোশাকে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে হলিউড অভিনেতা অভিনেত্রীদেরও। এবার সেই ঢেউ আছড়ে পড়ল পেন্টাগনেও। 

Read More