Home> দুনিয়া
Advertisement

মায়ানমারের প্রধানমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা, সুরক্ষিত সু কি

সংবাদ সংস্থা সূত্রে খবর, ক্ষয় ক্ষতির কোনও খবর নেই। ইয়ঙ্গানের ওই বাসভবনে দীর্ঘদিন ধরে বাস করছেন সু কি। সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশে জুড়ে অস্থিরতা শুরু হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সু কি সরকার এমন অভিযোগও তোলা হয়েছে।

মায়ানমারের প্রধানমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা, সুরক্ষিত সু কি

নিজস্ব প্রতিবেদন: পেট্রোল বোমা পড়ল মায়ানমারের প্রধানমন্ত্রী আং সান সু কি-র বাসভবনের কাছে। মায়নমার সরকারের মুখপাত্র জ হতে সংবাদ সংস্থা এফপি-কে জানিয়েছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাসভবনের উদ্দেশে ছোড়া হয় পেট্রোল বোমা। তবে, কে বা কারা এ কাজ করেছে তা স্পষ্ট করেননি তিনি। সূত্রে খবর দুর্ঘটনার সময় প্রধানমন্ত্রী সু কি বাসভবনে ছিলেন না।

আরও পড়ুন- সপ্তাহভর সেক্স করলে বাড়ি ভাড়া ফ্রি, কুপ্রস্তাব দিয়ে ফ্যাসাদে বাড়িওয়ালা

সংবাদ সংস্থা সূত্রে খবর, ক্ষয় ক্ষতির কোনও খবর নেই। ইয়ঙ্গানের ওই বাসভবনে দীর্ঘদিন ধরে বাস করছেন সু কি। সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশে জুড়ে অস্থিরতা শুরু হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সু কি সরকার এমন অভিযোগও তোলা হয়েছে। সেই কারণে এই নাশকতা ঘটানো হল কি না তা খতিয়ে দেখছে মায়ানমার পুলিস।

আরও পড়ুন- ব্রিটেনের এই মহিলা পিঠে করে বয়ে বেড়াচ্ছেন নিজের হৃদপিণ্ড

প্রসঙ্গত, মায়নামারে জাতিবিদ্বেষের জেরে রাখাইন প্রদেশ থেকে কয়েক লক্ষ সংখ্যালঘু রোহিঙ্গা পাড়ি দিয়েছে বাংলাদেশ। মায়ানমার সেনা তাদের ওপর অকথ্য অত্যাচার চালায় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন- গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে সোজা জলে গিয়ে পড়লেন ৩ যুবক

Read More