Home> দুনিয়া
Advertisement

ভারতের বিরুদ্ধে আঘাত হানতে গোপনে এটাই করছে পাকিস্তান!

ভারতের জন্য অশনিসংকেত। পাশ্চাত্য প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রিপোর্ট দুশ্চিন্তা বাড়িয়ে দিল ভারতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের। নিজের পরমাণু অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে পাকিস্তান। আর সেই জন্যই নতুন একটি ইউরেনিয়াম চুল্লী তৈরি করতে চলেছে তারা।

ভারতের বিরুদ্ধে আঘাত হানতে গোপনে এটাই করছে পাকিস্তান!

ওয়েব ডেস্ক : ভারতের জন্য অশনিসংকেত। পাশ্চাত্য প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রিপোর্ট দুশ্চিন্তা বাড়িয়ে দিল ভারতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের। নিজের পরমাণু অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে পাকিস্তান। আর সেই জন্যই নতুন একটি ইউরেনিয়াম চুল্লী তৈরি করতে চলেছে তারা।

রিপোর্টে বলা হয়েছে, যে কোনও সময় নতুন একটি পারমাণবিক ঘাঁটি তৈরি করে ফেলতে পারে পাকিস্তান। সেই লক্ষ্যেই পরমাণু রসদ জমা করছে পাকিস্তান। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনই ছবি। ইসলামাবাদ থেকে ৩০ কিলোমিটার দূরে কোহুটা শহরে এই ইউরেনিয়াম চুল্লী তৈরির পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। উপগ্রহ থেকে পাওয়া ছবির উপর ভিত্তি করে গত একবছর ধরে এই বিশ্লেষণ চালানো হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, পাকিস্তানের হাতে যে পরিমাণ পরমাণু অস্ত্র মজুত রয়েছে তা ভারত, ইজরায়েল ও উত্তর কোরিয়ার চেয়ে অনেক বেশি। প্রায় ১২০ রকমের।

Read More