Home> দুনিয়া
Advertisement

বন্যায় ভেসে গেল মসজিদ, তলিয়ে গেলেন নমাজি, পাকিস্তানে মৃত ৩৩

বন্যায় ভেসে গেল  মসজিদ, তলিয়ে গেলেন নমাজি, পাকিস্তানে মৃত ৩৩

 

ব্যুরো: সিন্ধুর ওপাড়েও হড়কা বানের সন্ত্রাস। পাকিস্তানের চিত্রালে ভেসে গেলেন অন্তত ৩৩ জন। রক্ষা পেল না মসজিদও। তলিয়ে গেলেন রমজানের নমাজে নত ধর্মপ্রাণ ব্যক্তি। 

মার্কিন দূতাবাসে হামলা করেছিল পাকিস্তানি যুবক: সৌদি আরব

একফোঁটা জলের আশায় এখানে বছরভর বুক চাপড়ে কাঁদে তৃষ্ণার্ত প্রাণ। সেই জলই নেমে এসেছে মৃত্যুবাণ হয়ে। পাক আফগান প্রদেশের খাইবার পাখতুনখোয়া। পশ্চিমী ঝঞ্ঝার ভারী বৃষ্টিতে হঠাত্‍ই ফুঁসে ওঠে পার্বত্য গিরিখাত। ভয়াল রূপ নেয় চিত্রাল নদী। হড়পা বাণে ভেসে গেছে ঘরবাড়ি, লোকজন, গবাদি পশু। বাঁচেননি মসজিদে রমজানের নমাজে নত ব্যক্তিও। 

দ্রোশ, চিত্রাল, উর্সুনের মতো জেলাগুলির পরিস্থিতি ভয়াবহ। এমনিতেও বিপর্যয় মোকাবিলা পরিকাঠামোয় ভারতের থেকে ১০০ বছর পিছিয়ে পাকিস্তান। তার ওপর খাইবার পাখতুনখোয়া সেদেশের সবচেয়ে অনুন্নত প্রদেশ। প্রত্যন্ত গ্রামগুলিতে প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন মানুষ। উদ্ধারে সেনা নামিয়েছে ইসলামাবাদ। তবে তাতে কাজের কাজ বিশেষ হয়নি। 

Read More