Home> দুনিয়া
Advertisement

মার্কিন ড্রোন হামলায় খতম মালালার আততায়ী মোল্লা রেডিও

আফগান-পাকিস্তান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় খতম মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টায় মূল অভিযুক্ত ফজলুল্লাহ। শুক্রবার ভয়েস অফ আমেরিকায় এমনটাই জানানো হয়েছে। 

মার্কিন ড্রোন হামলায় খতম মালালার আততায়ী মোল্লা রেডিও

নিজস্ব প্রতিবেদন: আফগান-পাকিস্তান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় খতম মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টায় মূল অভিযুক্ত ফজলুল্লাহ। শুক্রবার ভয়েস অফ আমেরিকায় এমনটাই জানানো হয়েছে। 

মার্কিন সেনার তরফে জানানো হয়েছে,  বুধবার পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের কুনার প্রদেশে  ড্রোন হামলায় মৃত্যু হয়েছে তেহেরিক-ই-তালিবান (পাকিস্তান)-এর প্রধান ফজলুল্লাহ ওরফে মোল্লা রেডিওর। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফজলুল্লাহকে খতম করার উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছেন এক মার্কিন সেনা আধিকারিক। 

তবে এবারই প্রথমই নয়, ২০১০ সাল থেকে অন্তত ৪ বার ফজলুল্লা মৃত বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিবারই তাদের দাবি সারবত্তাহীন বলে প্রমাণিত হয়েছে। 

VHP ও বজরং দলকে 'ধর্মীয় জঙ্গি সংগঠন' বলে উল্লেখ মার্কিন গোয়েন্দাসংস্থার রিপোর্টে

২০১২ সালে স্কুল যাওয়ার পথে বাস থামিয়ে মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এই মোল্লা রেডিও-ই। পাকিস্তানের এই ঘটনা বিশ্বজুড়ে কন্যাসন্তাদের স্কুলে যাওয়ার অধিকারের লড়াইয়ে নতুন জোয়ার আনে। ২০১৪ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।   

Read More