Home> দুনিয়া
Advertisement

৫৯২ কোটি! ব্রিটেনের স্টোক পার্ক কিনে নিলেন Mukesh Ambani

কী রয়েছে ব্রিটিশ কান্ট্রি ক্লাবের ভিতর, দেখুন

৫৯২ কোটি! ব্রিটেনের স্টোক পার্ক কিনে নিলেন Mukesh Ambani
Updated: Apr 23, 2021, 06:45 PM IST

নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনের কোম্পানি স্টোক পার্ককে 592 কোটি টাকার বিনিময়ে কিনে নিলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গল্ফ রিসোর্টের মালিক এবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ অম্বানি। যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্স রিলায়েন্স এর কনজিউমার এন্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হল বলে বৃহস্পতিবার জানিয়েছে সংস্থা। 

আরও পড়ুন: Oxygen Shortage: বাড়িতেই তৈরি হবে অক্সিজেন, কিভাবে নেবেন প্রস্তুতি?

৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাব (British Country Club) এর ভেতরে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা থেকে খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্স রয়েছে। উল্লেখযোগ্য যেটি, জেমস বন্ডের দুটি ছবি Goldfinger (1964) ও Tomorrow Never Dies (1997) এই দুটি ছবির শুটিং স্টোক পার্কেই হয়েছিল। স্টোক পার্কে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭ গর্তের গলফ কোর্স এছাড়াও ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান রয়েছে। ১৯০৮ সাল পর্যন্ত ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার করা হতো স্টোক পার্ককে।

তবে এই প্রথম নয়। ২০১৩ সালে ব্রিটিশ কোম্পানি অন্যতম বৃহৎ খেলনা প্রস্তুতকারক হ্যামলেস কিনে নিয়েছিলেন মুকেশ অম্বানি।