Home> দুনিয়া
Advertisement

Morocco Earthquake: মৃত্যুপুরী মরক্কো! ভয়াবহ ভূমিকম্প কাড়ল কমপক্ষে ২৯৬ প্রাণ

রাত সাড়ে ১১টা নাগাদ প্রথমবার কেঁপে ওঠে মারকেচ শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। এরপর আরও ১৯ বার আফটার শকে কেঁপে ওঠে মারাকেচ। রিখটার স্কেলে যেগুলির মাত্রা ছিল ৪.৯। 

Morocco Earthquake: মৃত্যুপুরী মরক্কো! ভয়াবহ ভূমিকম্প কাড়ল কমপক্ষে ২৯৬ প্রাণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী মরক্কো। মারাকেচে তীব্র কম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৮ । তারপর ১৯ বার আফটার শক। লন্ডভন্ড গোটা শহর। বিপর্যয়ের বলি প্রায় ৩০০  ছুঁই ছুঁই। কমপক্ষে ২৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপে এখনও আটকে বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোবাসীর প্রতি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তামাম বিশ্বনেতারা।  

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রথমবার কেঁপে ওঠে মারকেচ শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। এরপর আরও ১৯ বার আফটার শকে কেঁপে ওঠে মারাকেচ। রিখটার স্কেলে যেগুলির মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের জেরে তাসের ঘরের মত ভেঙে পড়ে ঘরবাড়ি। ধসে গিয়েছে রাস্তা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োগুলি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চারদিকে শুধু বাঁচার আর্তিতে চিৎকার। প্রাণরক্ষায় খোলা আকাশের নীচে আশ্রয় নেয় শিশু থেকে বয়স্করা। আহত হয়েছেন কমপক্ষে ১৫৩ জন। 

মারাকেচের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের উদ্ধার করতে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। ভূমিকম্পের পর মারাকেচের রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। মোদী টুইট করেছেন, “ভূমিকম্পের কারণে মরক্কোয় প্রাণহানি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই বিপদের দিনে ভারত মরক্কোর জনগণের পাশে আছে। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।’’

আরও পড়ুন, Floods in Greece: ভয়ংকর বৃষ্টি ও প্রবল বন্যায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা! মৃত ১৪, আহত বহু...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More